বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬, ২০২৪

ধর্ষণ মামলায় ছাত্র অধিকারের নেতা নাজমুল রিমান্ডে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে ধর্ষণ ও ধর্ষণে সহযোগিতার অভিযোগে দায়ের করা মামলায় বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান সোহাগকে তিন দিনের রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) ঢাকা মহানগর হাকিম কনক বড়ুয়া রিমান্ডের এই আদেশ দেন।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ও পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) ওয়াহিদুজ্জামান সুষ্ঠু তদন্তের জন্য তাকে সাত দিনের রিমান্ড আবেদন করেন। এসময় আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। অপরদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন।

আদালত শুনানি শেষে জামিন আবেদন খারিজ করে আসামি নাজমুলের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img