মঙ্গলবার, জানুয়ারি ৭, ২০২৫

হাসিনার আমলে বাংলাদেশে বিনিয়োগের অনুমতি পায়নি বিশ্বের সর্ববৃহৎ তেল কোম্পানি

সাবেক প্রধনমন্ত্রী স্বৈরাচারী হাসিনার শাসনামলে বেশ কয়েকবার চেষ্টা করেও বাংলাদেশে বিনিয়োগ করার অনুমতি পয়নি বিশ্বের সর্ববৃহৎ তেল কোম্পানি- আরামকো বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আদ-দুহাইলান।

তিনি বলেন, বাংলাদেশে কিছু মানুষ ব‍্যক্তিস্বার্থে বিদেশি বিনিয়োগকারীদের নিরুৎসাহিত করে। এই সংকট কাটাতে বাংলাদেশে বিনিয়োগ‍ বাড়াবে সৌদি আরব। এ দুদেশের মধ্যকার সম্পর্ক শুধু জনশক্তি রপ্তানিতে সীমাবদ্ধ থাকতে পারে না।

রোববার (৫ জানুয়ারি) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে দুই দেশের মধ্যকার অর্থনৈতিক সম্পর্ক নিয়ে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন সৌদি রাষ্ট্রদূত।

অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, সৌদি আরবের তেল কোম্পানি আরামকোর মতো দক্ষিণ কোরিয়ার স্যামসাংকেও বিমানবন্দর থেকে তাড়িয়ে দিয়েছিল গত সরকার। বাণিজ্য বাড়ানোর কাজটা সরকারের একার না। সরকার পরিবেশ তৈরি করবে, প্রাইভেট সেক্টর সেটার সুবিধা নিয়ে বাণিজ্য বাড়াবে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img