বুধবার, জানুয়ারি ৮, ২০২৫

রাজনীতিতে নেতৃত্ব তৈরিতে ছাত্র সংসদের কোনও বিকল্প নেই : নুরুল হক

গণঅধিকার পরিষদের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, ছাত্র সংসদ নির্বাচনের আগে জাতীয় নির্বাচন হবে না, হতে দেওয়া হবে না। বিশ্ববিদ্যালয়ে কর্মচারীদের নির্বাচন হয়, শিক্ষকদের নির্বাচন হয় প্রতি বছর, তাহলে ছাত্রদের নির্বাচন কেন হবে না? ছাত্র সংসদ নির্বাচন কেন হবে না? রাজনীতিতে নতুন নেতৃত্ব তৈরিতে ছাত্র সংসদের কোনও বিকল্প নেই।

সোমবার (৬ জানুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে আয়োজিত ‘ছাত্র রাজনীতির সংস্কার প্রসঙ্গ ডাকসু, জাকসু, রাকসু, চাকসু’ শীর্ষক সংলাপ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ডাকসু নির্বাচনের পর ক্যাম্পাসে শিক্ষার্থীদের মধ্যে প্রতিবাদী চেতনা তৈরি হয়েছিল এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যোগসূত্র গড়ে উঠেছিল উল্লেখ করে তিনি বলেন, ডাকসু না হলে আমাদের রাজনীতিতে আসা হতো না। ধারাবাহিকভাবে যদি ছাত্র সংসদ নির্বাচন হতো, তবে প্রগতিশীল ছাত্র গোষ্ঠী তৈরি হতো। আমরা চাই, ছাত্র সংসদ নির্বাচন দ্রুত হোক। এটি ছাড়া নতুন নেতৃত্ব গড়ে তোলা সম্ভব নয়।

ছাত্র অধিকার পরিষদ জাবি শাখার সদস্য সচিব ইকবাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সভাপতি প্লাবন তারিখ, ই, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা, ছাত্র অধিকার পরিষদ জাবি শাখার সাবেক সাধারণ সম্পাদক ইয়াহিয়া জিসান প্রমুখ।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img