বুধবার, জানুয়ারি ৮, ২০২৫

আজ ফেলানী হত্যার ১৪ বছর

কুড়িগ্রাম সীমান্তে ফেলানী হত্যার ১৪ বছর পূর্ণ হলো। কিন্তু আজও বিচার পাননি ফেলানীর বাবা-মা।

২০১১ সালের ৭ জানুয়ারি কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার উত্তর অনন্তপুর সীমান্তে ফেলানীকে গুলি করে হত্যা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ)। সেদিন তার বাবার সঙ্গে ৯৪৭ নম্বর আন্তর্জাতিক ৩ নম্বর সাব পিলারের পাশ দিয়ে মই বেয়ে ভারত থেকে দেশে ফেরার সময় টহলরত ভারতের চৌধুরীহাট ক্যাম্পের বিএসএফ সদস্য অমিয় ঘোষ তাকে গুলি করে হত্যা করে।

সেসময় ফেলানীর মরদেহ কয়েক ঘণ্টা কাটাতারে ঝুলে থাকার দৃশ্য দেশ-বিদেশের গণমাধ্যমসহ মানবাধিকার কর্মীদের মাঝে সমালোচনার ঝড় তোলে। পরে ২০১৩ সালের ১৩ আগস্ট ভারতের কোচবিহারের বিএসএফর বিশেষ আদালতে ফেলানী হত্যার বিচার কাজ শুরু হয়। একই বছরের ৬ সেপ্টেম্বর অভিযুক্ত বিএসএফ সদস্য অমিয় ঘোষকে বেকসুর খালাস দেয় বিএসএফর বিশেষ আদালত।

ফেলানীর বাবা মো. নুরুল ইসলাম বলেন, আজও আমার মেয়ের হত্যার বিচার পেলাম না। ১৪টি বছর কষ্ট নিয়ে বেঁচে আছি। জানি না কোনোদিন বিচার পাব কিনা। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমার দাবি ফেলানীর হত্যার বিচার যেন আন্তর্জাতিক আদালতে যেন হয় এবং আমি ন্যায় বিচার পাই।

ফেলানীর মা জাহানারা বেগম বলেন, ১৪ বছরেও সেদিনের দুঃসহ স্মৃতির কথা ভুলতে পারি না। আজও তার আত্মচিৎকারে গভীর রাতে আচমকা আমার ঘুম ভেঙে যায়। দু’চোখে অশ্রু ঝরে। মেয়ে হত্যার বিচার চেয়ে মানবাধিকার সংস্থাসহ বহু জনের কাছে গিয়েছি কিন্তু আজও কাঙ্ক্ষিত বিচার পেলাম না।

ফেলানীর ছোট ভাই জাহান উদ্দিন বলেন, ‘১৪ বছর হয়ে গেল আমার বড় বোন হত্যার বিচার পাইলাম না। ফেলানী আপা আমাদের যে কত আদর-যত্ন করত ভুলতে পারি না। যার বোন হারিয়েছে তারাই শুধু বলতে পারবে বোন হারানোর কষ্ট। তাই প্রধানমন্ত্রীর কাছে আমার আকুল আবেদন আমার বোনকে যারা হত্যা করেছে তার যেন সঠিক বিচারটা হয়।’

উল্লেখ্য, জেলার নাগেশ্বরী উপজেলার রামখানা ইউনিয়নের কলনিটারী গ্রামের নুর ইসলাম ও জাহানারা দম্পতির আট সন্তানের মধ্যে সবার বড় মেয়ে ছিল ফেলানী। পরিবারের অভাব-অনটন দূর করতে কাজের সন্ধানে স্বপরিবারে চলে যান ভারতে। মেয়েকে বিয়ে দিতে দালালের মাধ্যমে দেশে ফেরার সময় এ হত্যাকাণ্ডের শিকার হয় ফেলানী।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img