ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের শরণার্থীদের গ্রেফতার ও হেনস্থার অভিযোগ উঠেছে পাকিস্তান সরকারের বিরুদ্ধে। গ্রেফতারের ভয়ে নির্ধারিত আশ্রয়স্থল ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন দেশটিতে বসবাসরত আফগান শরনার্থীরা। এছাড়াও তাদের কাছ থেকে চাঁদাবাজির অভিযোগ রয়েছে করছে দেশটির পুলিশের বিরুদ্ধে।
সোমবার (৬ জানুয়ারি) এক বিবৃতিতে এমনটিই জানিয়েছে আফগানিস্তানের মানবাধিকার রক্ষাকারী কমিটি।
পাকিস্তানে থাকা মুহাম্মাদ ইউনুস নামে একজন আফগান শরণার্থী তাদের করুন অবস্থার কথা গণমাধ্যমের কাছে তুলে ধরেছেন।
তিনি বলেন, আমার সন্তানকে তারা গ্রেপ্তার করে নিয়ে গেছে। তারপর থেকে আর কোন হদিস নেই তার। বর্তমানে আমরা খুব খারাপ অবস্থায় আছি। আমরা যে এলাকায় রয়েছি তা চারিদিক থেকে ঘিরে রেখেছে পুলিশ। প্রতি ঘন্টায় আমরা আফগানদের গ্রেফতারের সংবাদ পাচ্ছি।
এদিকে, আফগান শরণার্থীদের সাথে দুর্ব্যবহার না করার আহ্বান জানিয়েছেন আফগানিস্তানের শরণার্থী ও প্রত্যাবাসন মন্ত্রী আব্দুল মুতালিব হাক্কানী। এ ক্ষেত্রে তিনি বিশেষভাবে পাকিস্তান ও ইরানের নাম উল্লেখ করেছেন।
অন্যদিকে, রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, মানবিকতার এই সংকটময় মুহূর্তে এমন আচরণ কেবলই নিন্দনীয় নয়, বরং আন্তর্জাতিক আইন এবং মানবাধিকারের চেতনাকেও প্রশ্নবিদ্ধ করে।
উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই মাসের একটি রিপোর্ট বলছে, বর্তমানে পাকিস্তানে প্রায় ৪০ লাখ আফগান শরনার্থী বসবাস করছেন।
সূত্র: তোলো নিউজ