বুধবার, জানুয়ারি ৮, ২০২৫

ট্রাম্পের উদ্যেশ্যে যা বললেন আফগান ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী

চলতি মাসের ২০ তারিখ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করতে চাচ্ছেন রিপাবলিকান পার্টির ডোনাল্ড ট্রাম্প। এ প্রেক্ষাপটে নতুন মার্কিন সরকারের সাথে কাজ করার প্রস্তুতি জানিয়েছে ইমারাতে ইসলামীয়া আফগানিস্তান। তবে তারা স্পষ্টভাবে জানিয়েছে, আফগানিস্তানের অভ্যন্তরীণ বিষয়ে কোন ধরনের হস্তক্ষেপ করা যাবে না।

এই সপ্তাহের শুরুতে কাবুলের একটি বিশ্ববিদ্যালয়ের স্নাতক অনুষ্ঠানে যোগদানের পর এসব কথা বলেছেন আফগানিস্তানের ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী শের মুহাম্মাদ আব্বাস স্তনিকজাই।

তিনি বলেন, আগামী দুই এক সপ্তাহের মধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষমতায় বসতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। তার উচিত, আফগানিস্তানের বিষয়ে আমেরিকান নীতি পরিবর্তন করে একটি নতুন পন্থা অবলম্বন করা। আফগানিস্তানের দিক থেকে দরজা খোলা রয়েছে তাদের জন্য। যদি তারা বন্ধুত্বের হাত বাড়ায়, আমরাও তাদের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিব। কেউ চিরদিন শত্রু হয়ে থাকে না, কেউ চিরদিন বন্ধুও হয়ে থাকে না।

তিনি আরো বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের উচিত দোহা চুক্তিকে সম্মান করা।

উল্লেখ্য, ২০২০ সালে তালেবান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত এই চুক্তিটি আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠার জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এই চুক্তি অনুযায়ী, আফগানিস্তানের ভূমি সন্ত্রাসী কার্যকলাপের জন্য ব্যবহার হবে না বলে প্রতিশ্রুতি দেয় তালেবান সরকার। এর বিপরীতে, যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি দিয়েছিল তাদের সেনা সম্পূর্ণরূপে প্রত্যাহার করা হবে। তবে বিভিন্ন সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে চুক্তিভঙ্গের অভিযোগ তুলেছে তালেবানের নেতৃত্বাধীন আফগান প্রশাসন।

সূত্র: তোলো নিউজ

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img