বুধবার, ডিসেম্বর ১১, ২০২৪

স্থল অভিযানে ইসরাইলী বাহিনীর ২৩ সদস্য নিহত

গাজ্জায় চলছে ইহুদিবাদী ইসরাইলী বাহিনীর স্থল অভিযান। এরই মধ্যে গাজ্জা সিটি ঘিরে ফেলার দাবি করেছে ইসরাইলী বাহিনীর সদস্যরা। গাজ্জায় স্থল অভিযানে তাদের আরও ৪ সেনা নিহত হয়েছে। ফলে স্থল অভিযান শুরুর পর বাহিনীটিতে নিহতের সংখ্যা বেড়ে ২৩ জনে দাঁড়িয়েছে।

দখলদার ইসরাইলের সামরিক বাহিনী আরও জানিয়েছে, বৃহস্পতিবার (২ নভেম্বর) ১৩০ হামাস যোদ্ধা শহীদ হয়েছে।

এদিকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা এক এক্স বার্তায় জানিয়েছেন, ইসরাইল বর্তমানে অসহায় ও বিভ্রান্ত। ব্রিটেনের সহায়তা ছাড়া দখলদার বাহিনী কয়েকদিনও টিকবে না বলেও উল্লেখ করেন তিনি।

এদিকে ইসরাইল ও হামাসের মধ্যে চলা যুদ্ধে নিহতের সংখ্যা বেড়ে ১০ হাজার ছাড়িয়েছে। ইসরাইলী হামলায় এখন পর্যন্ত নয় হাজার ৬১ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। অন্যদিকে হামাসের হামলায় নিহত হয় এক হাজার ৪০০-এর বেশি।

গাজ্জায় এখনো অনবরত হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইলী বাহিনী। এতে ফিলিস্তিনের বেসামরিক মানুষের হতাহতের সংখ্যা হু হু করে বাড়ছে।

ইসরাইলী বাহিনী জানিয়েছে, তারা গাজ্জা সিটি ঘেরাও করে সামনের দিকে অগ্রসর হচ্ছে। তাছাড়া আন্তর্জাতিক চাপ থাকা সত্ত্বেও যুদ্ধবিরতির বিষয়টি তাদের আলোচনার টেবিলে নেই।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img