বিএনপি খালেদা জিয়াকে রাজনৈতিক “গিনিপিগ” বানিয়েছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।
আজ সোমবার (২ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে মায়ের কান্না সংগঠনের মানববন্ধনে এ মন্তব্য করেন তিনি।
তথ্যমন্ত্রী বলেন, বিএনপি চায় না খালেদা জিয়া সুস্থ হোক। কারণ তারা খালেদা জিয়াকে রাজনীতির গুটি বানিয়েছে।
তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রে যেভাবে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে বাংলাদেশে ততটা হয় না।
এসময় গণতন্ত্রের ধ্বজাধারীদের মানবাধিকারের ব্যবসা বন্ধের আহ্বান জানান তিনি।