ভারতের হিন্দুত্বাদী বিজেপি সরকারের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের প্রতিবাদে গত ২৬ মার্চ তৌহিদি জনতার শান্তিপূর্ণ মিছিলে পুলিশের নির্বিচার গুলিতে নেতাকর্মী নিহত ও আহত হওয়ার প্রতিবাদে আজ শুক্রবার (২ এপ্রিল) বিক্ষোভ কর্মসূচি পালন করবে হেফাজতে ইসলাম বাংলাদেশ।
গত রোববার (২৮ মার্চ) দিনব্যাপী হরতাল পালনের পর সন্ধ্যায় রাজধানীর পল্টনস্থ বাংলাদেশ খেলাফত মজলিস কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে হেফাজত মহাসচিব আল্লামা নুরুল ইসলাম জেহাদী এই কর্মসূচি ঘোষণা করেন।
এছাড়াও গত বুধবার (৩১ মার্চ) সংবাদমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে হেফাজতের আজকের কর্মসূচি সফল করতে দেশবাসীকে আহ্বান জানিয়েছেন সংগঠনটির আমীর আল্লাম জুনায়েদ বাবুনগরী।
শান্তিপূর্ণভাবে বিক্ষোভ কর্মসূচি পালন করতে দিকে নির্দেশনা দিয়েছেন হেফাজতের কেন্দ্রীয় নেতারা।
দিক নির্দেশনায় রয়েছে-
১.কেন্দ্রীয়ভাবে ঢাকার বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে বাদ জুম’আ সমাবেশ অনুষ্ঠিত হবে।
২. সমাবেশে আসা বা ফেরার পথে মিছিল হবে না। ৩. নিজস্ব স্বেচ্ছাসেবক ব্যবস্থাপনায় শক্তিশালী করে সমাবেশ শান্তিপূর্ণভাবে আয়োজন করবে