শনিবার, জুলাই ২৭, ২০২৪

বাহরাইনের পক্ষ থেকে জলসীমা লঙ্ঘনের ঘটনা বন্ধ করুন: জাতিসংঘকে কাতার

বাহরাইনের পক্ষ থেকে কাতারের জলসীমা লঙ্ঘনের কঠোর প্রতিবাদ করেছে দোহা।

জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়ে কাতার বলেছে, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষায় এই ধরনের তৎপরতা অবসান এবং এর বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নিতে হবে।

জাতিসংঘে নিযুক্ত কাতারের স্থায়ী প্রতিনিধি শেইখা আলিয়া আহমাদ বিন ইউসুফ আলে সানি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সভাপতি জেরি ম্যাথুস মাতজিলা এবং জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসকে দুটি আলা চিঠি দিয়েছেন।

এতে তিনি জানিয়েছেন, গত ২৫ নভেম্বর বাহারাইনের সামরিক নৌযান কাতারের জলসীমা লঙ্ঘন করেছে। ‌ঘটনাকে তিনি বিপজ্জনক ও বেআইনি বলে নিন্দা জানান।

চিঠিতে শেইখা আলিয়া আহমাদ বিন সাইফ আলে সানি বলেছেন, বাহরাইনের কয়েকটি সামরিক যান বিনা অনুমতিতে কাতারের সমুদ্রসীমায় ঢুকে পড়ে যা দোহার সার্বভৌমত্ব লঙ্ঘনের শামিল এবং জাতীয় নিরাপত্তার প্রতি হুমকি।

কাতারের স্থায়ী প্রতিনিধি আরো বলেন, গত ৯ ডিসেম্বর বাহরাইন কাতারের আকাশসীমা লঙ্ঘন করেছে যার মধ্যদিয়ে আন্তর্জাতিক আইন মানার ব্যাপারে বাহরাইনের অনীহার বিষয়টি ফুটে উঠেছে।

উৎস, পার্সটুডে

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img