বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪

গাজ্জায় যুদ্ধবিরতির দাবিতে লন্ডনে বিক্ষোভ

গাজ্জায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে লন্ডনের লিভারপুল স্ট্রিট রেল স্টেশনে ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে  হাজারো লোক।

মঙ্গলবার (৩১ অক্টোবর) এ বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

‘সিস্টার্স আনকাট’ নামক একটি নারীবাদী সংগঠনের দ্বারা এই সমাবেশের বেশ কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা হয়েছে।

যেখানে দেখা যাচ্ছে, স্টেশনের ভেতরে ফিলিস্তিনিদের পক্ষে একটি বড় দল অবস্থান নিয়েছে। তখন তাদের হাতে ব্যানার ও ফিলিস্তিনি পতাকা উড়ছিল।

ফিলিস্তিনের পক্ষে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছিল। যার অন্যতম একটি স্লোগান হল ‘ফ্রম দি রিভার টু দি সি, প্যালেস্টাইন উইল বি ফ্রি।’

যদিও এই স্লোগানটি ইতিমধ্যে বিতর্কের জন্ম দিয়েছে। দেশটির ভারতীয় বংশোদ্ভূত স্বরাষ্ট্রমন্ত্রী সুয়েলা ব্রাভারম্যানের মতে, এটি একটি এন্টি সেমেটিক স্লোগান যার মাধ্যমে ইসরাইলের ধ্বংস কামনা করা হচ্ছে । তাই এটি ব্রিটিশ আইনের পরিপন্থী হতে পারে।

সূত্র: মিডল ইস্ট মনিটর

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img