শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪

ইরফান সেলিম ও তার দেহরক্ষী জাহিদ আবারও রিমান্ডে

নৌবাহিনীর কর্মকর্তাকে মারধর ও হত্যার হুমকির মামলায় সংসদ সদস্য হাজী সেলিমের ছেলে মোহাম্মদ ইরফান সেলিম ও তার দেহরক্ষী মোহাম্মদ জাহিদের আবারও রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

তিন দিনের রিমান্ড শেষে রবিবার তাদের ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে তদন্তকারী কর্মকর্তা মামলার সুষ্ঠু তদন্তের জন্য আবারও পাঁচ দিনের রিমান্ডে আবেদন করেন। অন্যদিকে, তাদের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন জানান।

উভয়পক্ষের শুনানি শেষে হাকিম জিয়াউর রহমান জামিন আবেদন নামঞ্জুর করে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে বুধবার ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম আসাদুজ্জামান নুর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৩০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ইরফান ও তার দেহরক্ষী জাহিদের রিমান্ড মঞ্জুর করেছিলেন।

গত ২৫ অক্টোবর রাতে হাজী সেলিমের ‘সংসদ সদস্য’ লেখা সরকারি গাড়ি থেকে কয়েকজন নেমে নৌবাহিনীর কর্মকর্তা ওয়াসিফ আহমদ খানকে মারধর করেন। রাজধানীর কলাবাগান সিগন্যালের পাশে এ ঘটনা ঘটে।

ওই দিন রাতে এ ঘটনায় জিডি হলেও পরদিন ভোরে ইরফান সেলিম, তার দেহরক্ষী জাহিদ, এবি সিদ্দিক দিপু এবং গাড়িচালক মিজানুর রহমানসহ অজ্ঞাত দুই-তিনজনকে আসামি করে ওয়াসিফ আহমদ খান বাদী হয়ে ধানমন্ডি থানায় একটি মামলা করেন।

সূত্র: ইউএনবি

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img