যুদ্ধবিরতির চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হলেও বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু না করতে সম্মত হয়েছে আজারবাইজান ও আর্মেনিয়া। শুক্রবার আর্মেনিয়া-আজারাবাইজান জেনেভায় যুদ্ধবিরতি আলোচনা ভেস্তে যাওয়ার পর শনিবার (৩১ অক্টোবর) সকালে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে নিরাপত্তা ইস্যুতে জরুরি পরামর্শ চেয়েছেন আর্মেনিয়ার প্রধানমন্ত্রী।
এদিকে, দ্রুত যুদ্ধ বন্ধের জন্য বিবদমানপক্ষগুলোকে আহ্বান জানিয়ে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আর্মেনিয়ার মূল ভূখণ্ডে সরাসরি যুদ্ধ পৌঁছে গেলে ইয়েরেভানকে প্রয়োজনীয় সহায়তা দেবে রাশিয়া।
গত ২৭ সেপ্টেম্বর শুরু হওয়া যুদ্ধে দু’পক্ষের দেওয়া তথ্যে এখন পর্যন্ত এক হাজারের বেশি মানুষ মারা গেছেন। তবে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের তথ্যানুযায়ী, দু’পক্ষে পাঁচ হাজারের বেশি নাগরিক নিহত হয়েছেন।