বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬, ২০২৪

মানবাধিকার লঙ্ঘনের প্রতিবেদন প্রকাশ করলো আমেরিকা; তালিকায় রয়েছে বাংলাদেশ

মঙ্গলবার মানবাধিকার সম্পর্কিত বার্ষিক এক প্রতিবেদন প্রকাশ করেছে আমেরিকার পররাষ্ট্র দফতর। প্রতিবেদনে বিশ্বের বিভিন্ন দেশের সার্বিক মানবাধিকার পরিস্থিতি, জনগণের প্রাত্যহিক জীবনাচরণে বাক্তি স্বাধীনতা, ব্যাক স্বাধীনতা, জনগণের সঙ্গে সরকারের আচরণ, ইত্যাদি পরীক্ষা করা হয়েছে।

মঙ্গলবার (৩০ মার্চ) আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন প্রতিবেদনটি আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করেন।

প্রতিবেদনটিতে বলা হয় বিশ্বের বিভিন্ন স্থানে প্রচুর সংখ্যক মানুষ নির্মম মানবাধিকার লঙ্ঘনের শিকার হয়েছে ২০২০ সালে। চীন সরকারকে তার সংখ্যালঘু ধর্মীয় ও নৃগোষ্ঠীর সাথে আচরণকে “গণহত্যা” বলে অভিহিত করা হয়েছে প্রতিবেদনে।

প্রতিবেদনে চীন, রাশিয়া, মিয়ানমার, ইরানের পাশাপাশি বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির অবনতির কথাও উল্লেখ করা হয়।

বাংলাদেশের ডিজিটাল নিরাপত্তা আইনের যথেচ্ছ ব্যবহার এবং সংবাদ মাধ্যম ও মত প্রকাশের স্বাধীনতা ব্যাপকভাবে সংকুচিত করা হয়েছে বলে বলা হয়। প্রতিবেদনে বাংলাদেশ বিষয়ে যা উল্লেখ করা হয়েছে সে সম্পর্কে মন্তব্য জানতে চাইলে মানবাধিকার কর্মী এডভোকেট রিজওয়ানা হাসান বলেন তিনি প্রতিবেদনের সঙ্গে একমত।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img