বৃহস্পতিবার, মে ৯, ২০২৪

সৌদি আরবে বাংলাদেশী দুই হজযাত্রী ইন্তেকাল করেছেন

সৌদি আরবে আরও দুই বাংলাদেশি হজযাত্রী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাদের একজন কুমিল্লার বাসিন্দা। অপরজন জয়পুরহাটের বাসিন্দা।

শনিবার (১৮ জুন) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আইটি হেল্প ডেস্ক হজ সম্পর্কিত প্রতিদিনের বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

বুলেটিনে বলা হয়েছে, কুমিল্লার আদর্শ সদর উপজেলার মিসেস রামুজা বেগম মক্কায় মারা গেছেন। ৫৪ বছর বয়সী মিসেস রামুজা বেগমের গ্রামের বাড়ি ধনপুরে। মিসেস রামুজা বেগমের পাসপোর্ট নম্বর: বিডব্লিউ-০৮৪৩৩২৮। অপর ব্যক্তির নাম হেলাল উদ্দিন মোল্লা। তিনি জয়পুরহাট সদরের বাসিন্দা। তার বয়স ৬৩ বছর। হেলাল উদ্দিন মোল্লার পাসপোর্ট নম্বর: ইই০৩৮৫৩৭৬।

গত ৫ জুন বাংলাদেশ থেকে হজ ফ্লাইট শুরু হয়। ঢাকা থেকে শেষ হজ ফ্লাইট ছাড়বে ৪ জুলাই। চলতি বছর বাংলাদেশ থেকে পবিত্র হজ পালনের সুযোগ পাচ্ছেন ৫৭ হাজার ৫৮৫ জন। সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৫৩ হাজার ৫৮৫ জন হজে যেতে পারবেন।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img