বৃহস্পতিবার, মে ৯, ২০২৪

দুর্যোগ মোকাবিলায় শেখ হাসিনা বিশ্বের শিক্ষকের ভূমিকা পালন করছেন: এনামুল হক

পানি সম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম বলেছেন, দুর্যোগ মোকাবিলায় বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বের শিক্ষকের ভূমিকা পালন করছেন। জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন গত বছর বাংলাদেশ সফরেও এ স্বীকৃতি দিয়েছেন।

করোনাকালে বিশ্ব যখন হিমশিম তখন বাংলাদেশের অর্থনীতির চাকা এবং জীবন-জীবিকা সচল রাখতে নেতৃত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী। যার দূরদর্শী নেতৃত্বের কারণে একটি মানুষও না খেয়ে মারা যায়নি। সে কারণেই তিনি দুর্যোগ মোকাবিলায় বিশ্বের শিক্ষকের ভূমিকা পালন করছেন।

মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে নসরুল হামিদ মিলনায়তনে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর সঠিক পদক্ষেপের কারণেই দ্রুত দেশে টিকা এসেছে। ইতোমধ্যে ৫৪টি জেলায় টিকা পৌছে গেছে। আগামী ৭ তারিখ থেকে টিকা দান শুরু হবে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img