বুধবার, মে ৮, ২০২৪

প্রচণ্ড ঠাণ্ডায় আফগানিস্তানে গত ২ সপ্তাহে দুই লক্ষ গবাদি পশু মারা গেছে

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের কৃষি, সেচ ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, প্রচণ্ড ঠাণ্ডায় গত দুই সপ্তাহে দেশটিতে প্রায় ২ লক্ষ গবাদি পশু মারা গেছে। মারা যাওয়া প্রাণীগুলো বেশিরভাগই ছিল বলখ, জাওজান এবং পাঞ্জশির প্রদেশের।

আজ বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) এক বিবৃতিতে আফগানিস্তানের সেচ ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এসব তথ্য জানায়।

মন্ত্রণালয় জানায়, মারা যাওয়া পশুগুলোর মধ্যে ১ লক্ষ ৬০ হাজার ছিল ছাগল ও ভেড়া।

কৃষকরা বলছেন, অতি মাত্রায় ঠাণ্ডা ও খাদ্যের অভাবে পশুগুলো মারা গেছে। জনজীবন ব্যাপকভাবে দূর্বিষহ হয়ে ওঠেছে।

১০ জানুয়ারি থেকে কাবুল বলখ, জাওজান, পাঞ্জশির এবং অন্যান্য বেশ কয়েকটি প্রদেশে ছিল অতি মাত্রায় ঠাণ্ডা। দেশটির ঘোর প্রদেশে চলতি সপ্তাহে সর্বনিম্ন তাপমাত্রা মাইনাস ৩৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। সাম্প্রতিক বছরগুলোর মধ্যে এটিই আফগানিস্তানে রেকর্ড করা সর্বনিম্ন তাপমাত্রা।

এর আগে মঙ্গলবার (২৪ জানুয়ারি) ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় জানিয়েছিল, আফগানিস্তানে এবছর শীত ও শৈত্যপ্রবাহের কারণে ১২৪ জন নিহত হয়েছে।

সূত্র : টোলো নিউজ

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img