নগর্নো কারাবাখ এলাকার নিয়ন্ত্রণ নিয়ে আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যকার যুদ্ধ ইস্যুতে ইরানের শিয়া ধর্মের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি বলেছেন, যত দ্রুত সম্ভব এ সংঘাতের অবসান ঘটা উচিত এবং আর্মেনিয়াকে অবশ্যই তাদের দখলে থাকা ভূমি আজারবাইজানকে ফেরত দিতে হবে। এটি আজারবাইজানের অধিকার। সেইসঙ্গে এই ভূখণ্ডে যেসব আর্মেনীয় জনগোষ্ঠী বসবাস করেন তাদের অধিকারও সমুন্নত রাখতে হবে।
ইরানের বিশেষ প্রতিনিধি সাইয়্যেদ আব্বাস আরাকচি সম্প্রতি আজারবাইজান ও আর্মেনিয়া সফর করেছেন এবং তিনি ইরানের শান্তি প্রস্তাব নিয়ে রাশিয়া ও তুরস্কের কর্মকর্তাদের সঙ্গেও সাক্ষাত করেছেন। ইরানের প্রতিনিধি আজারবাইজানের ভূমি দখলমুক্ত করার ওপর গুরুত্বারোপ করে বলেছেন, সংখ্যালঘুদের অধিকার রক্ষা এবং সবপক্ষের মানবাধিকার রক্ষার বিষয়টি ইরানের শান্তি পরিকল্পনার মূল ভিত্তি।