বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬, ২০২৪

ডিসেম্বরের আগেই ইমরান খানকে উৎখাতের হুমকি দিলেন মাওলানা ফজলুর রহমান

ইমরান খানের নেতৃত্বাধীন সরকারকে আগামী ডিসেম্বরের আগেই উৎখাতের হুঁমকি দিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম পাকিস্তানের প্রধান মাওলানা ফজলুর রহমান।

গত বুধবার (১৪ অক্টোবর) পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের চরসদ্দায় সরকারবিরোধী র‍্যালিতে অংশ নিয়ে তিনি এই হুঁমকি দেন।

মাওলানা ফজলুর রহমান বলেন, আগামি ২৫ অক্টোবর কোয়েটা এবং ২২ নভেম্বর পেশাওয়ারে সরকারবিরোধী র‍্যালি জনসমুদ্রে পরিণত হবে। পাকিস্তানি ডেমোক্রেটিক মুভমেন্ট এই সরকারে ডিসেম্বরের আগেই উৎখাত করবে।

এদিকে গত শুক্রবার পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে সরকারবিরোধী র‍্যালি করেছে দেশটির প্রধান বিরোধীদলগুলোর জোট পাকিস্তানি ডেমোক্রেটিক মুভমেন্ট (পিডিএম) ।

এর আগে গত সোমবার পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের মেয়ে মরিয়ম নওয়াজ একটি বিবৃতিতে বলেন, জানুয়ারির আগেই ইমরান সরকারকে ক্ষমতা ছাড়তে হবে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img