মঙ্গলবার, মে ৭, ২০২৪

হাসপাতালে শয্যা কম, করোনা বাড়লে সেবা ব্যাহত হবে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, দেশের সীমান্তবর্তী এলাকার পর ধীরে ধীরে কোভিডে আক্রান্তের হার ঢাকার পার্শ্ববর্তী কুমিল্লা, নোয়াখালীসহ অন্যান্য এলাকাতেও উল্লেখযোগ্যহারে বৃদ্ধি পাচ্ছে। এখন আরও বেশি সচেতন না হলে খুব দ্রুত ঢাকাতেও আক্রান্তের হার বেড়ে যাবে। এখন থেকেই সবাইকে আবার সচেতন হতে হবে। হাসপাতালে শয্যা কম, করোনা বাড়লে সেবাও ব্যাহত হবে। তাই প্রতিরোধের ওপর জোর দিতে হবে, নিয়ন্ত্রণ করতে হবে।

করোনার উৎপত্তিস্থলের ছবি টেলিভিশনে প্রচারের আহ্বান জানিয়ে তিনি বলেন, হাসপাতালের ছবি দেখিয়ে করোনাভাইরাস নিয়ন্ত্রণ হবে না।

সোমবার (১৪ জুন) রাজধানীর মহাখালীস্থ বিসিপিএস অডিটোরিয়াম ভবনে নিজের মা ফৌজিয়া মালেকের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

আগামী ১৯ জুন থেকে দেশে আবারও টিকা প্রয়োগ কার্যক্রম শুরু হবে জানিয়ে মন্ত্রী বলেন, ১৯ জুন থেকে দেশব্যাপী করোনার ভ্যাকসিন কার্যক্রম পুনরায় শুরু করা হবে। এই টিকা আগে থেকে যারা রেজিস্ট্রেশন করে রেখেছেন তাদের অগ্রাধিকারভিত্তিতে আগে দেওয়া হবে।

তিনি বলেন, চীনের উপহার হিসেবে দেওয়া সিনোফার্ম এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার ফাইজার টিকা দিয়েই আবারও প্রথম ডোজ শুরু হচ্ছে। হাতে যতটুকু ভ্যাকসিন পাওয়া গেছে তা দিয়ে ভ্যাকসিনেশন কার্যক্রম আবার চালু হবে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img