হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হককে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক নারীর ছবি যুক্ত করে আপত্তিকর ছবি পোস্ট করার অভিযোগে এমাদ আহমেদ জয় নামে এক যুবলীগ নেতাকে আটকের একদিন পর পুলিশের দায়ের করা মামলায় গ্রেফতার দেখিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে।
সোমবার তাহিরপুর থানায় পুলিশের দায়ের করা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।
এর আগে রবিবার দুপুরে তাহিরপুর থানা পুলিশ যুবলীগ নেতা এমাদ আহমেদ জয়কে (২৮) আটক করে।
এমাদ তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের ভোলাখালী গ্রামের প্রয়াত জজ মিয়ার ছেলে। তিনি ইউনিয়ন যুবলীগের মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল লতিফ তরফদার বলেন, আমলযোগ্য অপরাধ বন্ধে ফৌজদারি কার্যবিধির ধারায় এমাদ আহমেদের বিরুদ্ধে পুলিশের পক্ষ থেকে দায়ের করা মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আজ জেলহাজতে পাঠানো হয়েছে।