শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪

এবার বহু কেন্দ্রেই বিজেপির জামানত বাজেয়াপ্ত হবে: মমতা

ভারতের পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, বিজেপি অলীক স্বপ্ন দেখছে। এবার বহু কেন্দ্রেই বিজেপির জামানত বাজেয়াপ্ত হবে। মানুষ তো বিজেপিকে ভোট দেয়নি। ভোট দিয়েছে এবং দিবে বাংলার কন্যা মমতার দল তৃণমূল কংগ্রেসকে।

আজ রোববার (৫ এপ্রিল) পশ্চিমবঙ্গের হুগলির খানাকুলে তৃণমূলের রাজ্য বিধানসভার নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।

মমতা বলেন, আগে ৫০টি আসনে জিতে দেখাক বিজেপি। ওরা তো ইতোমধ্যে হেরে বসে আছে। সামনে আরও হারার দিন। সামনে বহু বিজেপির প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হবে। বিজেপির জন্য অনেকেই এখন দালালি শুরু করেছে। কিছু সরকারি কর্মকর্তাও বিজেপির পক্ষে দালালি করছেন। আর নির্বাচন কমিশনও প্রতিদিন পুলিশ অফিসারদের বদল করছে। কোনো নিয়ম মানছে না।

তবু বিজেপি নিজেদের বাঁচাতে পারবে না। বিপুল ভোটে হারবে। এখন শুধু অপেক্ষা ২ মে ফলাফলের ঘোষণার দিন পর্যন্ত।

তিনি বলেন, মোদিরা আসবেন, ভাঁওতা দেবেন, আবার পালিয়েও যাবেন। তারা তো এই রাজ্যের সবকিছু বিক্রি করে দিচ্ছেন। তাই এই বাংলায় তাদের ভোট নেই। ভোট সব এই বাংলার নিজের মেয়ে মমতার।’

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img