ভারতের ছত্তিশগড়ের বিজাপুরে মাওবাদীদের সঙ্গে সংঘর্ষে দিল্লির যৌথবাহিনীর ২২ জন সদস্য নিহত হয়েছেন। এছাড়া এখনো একজন নিখোঁজ রয়েছেন।
গতকাল শনিবার (৩ এপ্রিল) ভারতের দক্ষিণ বস্তার জঙ্গলে এ সংঘর্ষ হয় হয়েছে বলে রবিবার এ তথ্য জানানো হয়েছে।
মাওবাদীদের হাতে ২২ সেনা হারিয়েছে ভারত। তবে এ ঘটনাকে সেনাদের বীরত্ব হিসেবে উল্লেখ করেছে ভারতের হিন্দুত্ববাদী বিজেপি সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
তিনি বলেন, তাদের বীরত্বের কথা জাতি কখনো ভুলবে না। তাদের পরিবারের প্রতি আমার সমবেদনা রইল। আমরা শত্রুদের বিরুদ্ধে লড়াই জারি রাখব।
মাওবাদীদের ভয়াবহ এ সংঘর্ষে ভারতের আরো বেশ কয়েকজন সেনা গুরুতর জখম হয়েছেন। পাল্টা গুলিতে কয়েকজন মাওবাদী নিহত হয়েছেন বলে দাবি করছে ভারতীয় পুলিশ। তবে কতজন মাওবাদী মারা গেছে তা এখনও স্পষ্ট নয়।
ভারতীয় সিআরপিএফের কোবরা বাহিনী এবং রিজার্ভ পুলিশ গার্ড ও স্পেশাল টাস্কফোর্স মাওবাদীদের ওপর অভিযান চালায়। অভিযানে দুই হাজার সদস্য অংশ নেন। বিজাপুর ও সুকমা জেলার দক্ষিণ বস্তার জঙ্গলে এ অভিযান চালানো হয়। শনিবার বেলা বারোটার দিকে ভারতীয় সেনা সদস্যরা মাওবাদীদের ফাঁদে পড়েন। সেখানে প্রায় তিনঘণ্টা ধরে সংঘর্ষ হয়। এ সংঘর্ষে মাওবাদীদের প্রতিরোধ করতে গিয়ে ভারতের ২২ সেনা মারা যান।