নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের রয়্যাল রিসোর্টে হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর যুগ্ম মহাসচিব ও বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক এবং তাঁর স্ত্রীকে হেনস্থাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন হেফাজতের কেন্দ্রীয় নায়েবে আমীর ও নারায়ণগঞ্জ জেলা সভাপতি মাওলানা আব্দুল আউয়াল।
তিনি বলেন, তিনি বলেন, ছাত্রলীগ-যুবলীগের কর্মীরা তাঁকে হেনস্তা করেছে। তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে আবেদন জানানো হবে। যদি ব্যবস্থা নেওয়া না হয় তাহলে কঠোর আন্দোলনের সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
শনিবার (৩ এপ্রিল) সন্ধ্যায় তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।
নারায়ণগঞ্জ হেফাজতের আমীর মাওলানা আব্দুল আউয়াল জানান, কিছুক্ষনের মধ্যে এ বিষয়ে তাঁরা বৈঠকে বসবেন।
বৈঠকে পরবর্তী করণীয় নিয়ে সিদ্ধান্ত হবে।