শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪

প্রধানমন্ত্রী মায়ের পরম ভালোবাসা দিয়ে তিলে তিলে আমাদের গড়ে তুলেছেন: মেয়র জাহাঙ্গীর

গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম বলেছেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন মমতাময়ী মা। মায়ের পরম আদর ও ভালোবাসা দিয়ে তিনি তিলে তিলে আমাদের গড়ে তুলেছেন। শেখ হাসিনা বেঁচে থাকলে বাংলাদেশ বেঁচে থাকবে আর শেখ হাসিনা ভালো থাকলে আমরাও ভালো থাকবো।

রবিবার (২৫ জানুয়ারি) বিকেলে আড়াইহাজার উপজেলার বালিয়াপাড়া স্কুল এন্ড কলেজ মাঠে ঈশান বাবু ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দেলোয়ার হোসেন সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, লেডিস ক্লাবের সভাপতি ও ইউএইচএফপিও ডা. সায়মা আফরোজ ইভা, উপজেলা চেয়ারম্যান মুজাহিদুর রহমান হেলো সরকার, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভুইয়া, সদস্য অ্যাডভোকেট পারভীন আক্তার কবিতা ও ইউপি চেয়ারমস্যান অদুদ মাহমুদ প্রমুখ।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img