বুধবার, জানুয়ারি ২২, ২০২৫

দেশের স্বার্থে এক সাথে কাজ করতে চায় জামায়াত-চরমোনাই

চরমোনাই পীর মুফতি রেজাউল করীমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।

মঙ্গলবার (২১ জানুয়ারি) বরিশাল চরমোনাই সদর উপজেলার চরমোনাই জামিয়া রশীদিয়া আহছানাবাদ মাদরাসা প্রঙ্গণে তাদের সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, জামায়াতের আমিরসহ বরিশালের নেতারা চরমোনাইতে এসেছেন। আল্লাহ যেনো আমাদেরও দেশের পক্ষে, ইসলামের পক্ষে, ও মানবতার পক্ষে কাজ করার সুযোগ করে দেন।

তিনি বলেন, দেশ স্বাধীন হয়েছে ৫৪ বছর হয়ে গেলো। এতদিন যারা দেশ পরিচালনা করেছিল তারা আমাদের জাতির প্রত্যাশা পূরণ করতে পারেনি। আমরা সবাই মিলে পরামর্শ ভিত্তিক এ দেশটাকে ইসলামের পক্ষে মানবতার পক্ষে সুন্দর ভাবে পরিচালনা পারি।

এ সময় জামায়াতের আমির শফিকুর রহমান বলেন, দেশের ১৮ কোটি মানুষ রয়েছে, এর মধ্যে শতকরা ৯১ জন নিজেদের মুসলমান হিসেবে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। বাকি যারা আছেন তারাও এদেশের মানুষ এবং ভিন্ন ভিন্ন ধর্মেও অনুসারী। আর সবাই মিলিয়েই আমাদের প্রিয় বাংলাদেশ এবং বাংলাদেশি।

ডা. শফিকুর রহমান বলেন, গত ৫ আগস্টে যে আমরা নতুন স্বাধীনতা পেয়েছি এর মাধ্যমে ইসলামের পক্ষে একটি ভালো ক্ষেত্র তৈরি হয়েছে। সেই ক্ষেত্রে যদি সময় উপযোগী পদক্ষেপ না নিতে পারি তাহলে এটা আমাদের জন্য অকল্যাণ এবং দুর্ভাগ্যের। এজন্য আমরা সবাই একত্রিত হয়ে দেশ গড়ার ক্ষেত্রে যেন কাজ করতে পারি সে লক্ষে কাজ করছি।

দুই দলের সম্পর্কের উন্নয়নের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে চরমোনাই পীর বলেন, আমরা আগে থেকেই বলে আসছি ইসলামের পক্ষে যেন আমরা একটা বাক্স পাঠাতে পারি। সে চেষ্টা আমাদের আগে পরে চলছে এখনও চলবে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img