অধিকৃত পশ্চিম তীরের জেনিন শহরে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলি বাহিনীর একটি বড় অভিযান চালিয়ে আট ফিলিস্তিনিকে হত্যা করেছে ও ৩৫ জন আহত হয়েছে।
মঙ্গলবার (২১ জানুয়ারি) ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ফিলিস্তিনি গণমাধ্যম জানিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার সকালে কয়েকটি ড্রোন হামলার পর ইসরাইলি সামরিক যানবাহন জেনিন ও এর শরণার্থী শিবিরে প্রবেশ করে।
ফিলিস্তিনি কর্তৃপক্ষের (পিএ) নিরাপত্তা বাহিনীর একজন মুখপাত্র এক বিবৃতিতে জানিয়েছেন, ইসরাইলি বাহিনী ‘বেসামরিক (নাগরিক) ও নিরাপত্তা বাহিনীর ওপর গুলি চালিয়েছে, যার ফলে বেশ কয়েকজন বেসামরিক ও নিরাপত্তা বাহিনীর কিছু সদস্য আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
জেনিনের গভর্নর কামাল আবু আল-রুব বলেন, ‘যা ঘটছে তা শিবিরে আক্রমণ। এটি খুব দ্রুত হয়েছে, আকাশে অ্যাপাচি (হেলিকপ্টার) এবং সর্বত্র ইসরাইলি সামরিক যানবাহন।’
সূত্র : আল-জাজিরা,