গাজ্জায় ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের কাছে হেরে ব্যর্থতার দায়ে পদত্যাগ করেছেন ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের সামরিক বাহিনীর প্রধান মেজর জেনারেল হার্জি হালেভি।
সোমবার (২০ জানুয়ারি) তিনি পদত্যাগ করেন।
ইসরাইলি সেনাবাহিনী তার পদত্যাগপত্র প্রকাশ করেছে। এতে তিনি উল্লেখ করেন, ৭ অক্টোবর (সামরিক বাহিনীর) ব্যর্থতার জন্য আমার দায় স্বীকার করে আমি পদত্যাগ করছি। বর্তমান পরিস্থিতিকে তিনি সেনাবাহিনীর জন্য গুরুত্বপূর্ণ সাফল্যের সময় উল্লেখ করে পদত্যাগের কথা জানান।
বিগত ১৫ মাস ধরে গাজ্জায় ভয়াবহ হামলা চালিয়ে ৪৬ হাজারেরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইলি বাহিনী। বাস্তুচ্যুত হয়েছে প্রায় ২৩ লাখ মানুষ। এই নির্মমতা বন্ধে পৃথিবীব্যাপী জনমত সৃষ্টি হয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের দীর্ঘ প্রচেষ্টার পর একটি যুদ্ধবিরতি চুক্তি সম্পন্ন হয়েছে।