বুধবার, জানুয়ারি ২২, ২০২৫

তুরস্কের স্কি রিসোর্টের হোটেলে ভয়াবহ আগুন; এখন পর্যন্ত নিহত ৬৬ ও আহত ৫১

ভয়াবহ অগ্নিকাণ্ডের শিকার হয়েছে তুরস্কের স্কি রিসোর্টের হোটেল।

মঙ্গলবার (২১ জানুয়ারি) বলু প্রদেশের কারতালকায়ায় এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

দেশটির স্বররাষ্ট্র মন্ত্রী আলী ইয়ারলিকায়া বলেন, বলু প্রদেশের কারতালকায়ার স্কি রিসোর্টের হোটেলে আজ ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত ৬৬ জন নিহত ও ৫১ জন আহত হয়েছেন।

এমন ভয়াবহ ও মর্মান্তিক ঘটনায় আমরা গভীর বেদনা অনুভব করছি। দুর্ভাগ্যজনকভাবে আমরা ৬৬ জনকে হারিয়েছি। অগ্নিকাণ্ডের কারণ আমরা খতিয়ে দেখছি। এখনো তদন্ত চলমান রয়েছে।

অপরদিকে স্বাস্থ্যমন্ত্রী কামাল মামিশোগ্লু বলেন, অগ্নিকাণ্ডের ভয়াবহতা এত বেশি যে, আহতদের প্রায় প্রত্যেকের অবস্থাই আশঙ্কাজনক। তাদের রক্ষায় আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি।

আইনমন্ত্রী ইয়েলমাস তুঞ্চ বলেন, বলু প্রদেশের পাবলিক প্রসিকিউটর চীফের তদন্ত কমিটি হোটেল ব্যবসার মালিক সহ ৪ জনকে আটক করেছে। প্রকৃত অপরাধী ও ঘটনার কারণ খুঁজে বের করতে ৬জন পাবলিক প্রসিকিউটর নিযুক্ত করা হয়েছে।

এছাড়া প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান সমবেদনা প্রকাশ করে বলেন, রাষ্ট্রীয় সকল প্রতিষ্ঠান এই মর্মান্তিক ঘটনার রহস্য উদঘাটনে কাজ করছে। দোষীদের শাস্তি ও জবাবদিহিতার আওতায় আনতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে।

সংবাদমাধ্যমের তথ্যমতে, অগ্নিকাণ্ডের শিকার স্কি রিসোর্টের হোটেলটি শীতকালীন ট্যুরিস্ট স্পট বলু প্রদেশের কারতালকায়ার একটি পাহাড়ের পাশে অবস্থিত। শীতকালে ছুটি কাটাতে ও স্কি করতে আসা হাজার হাজার ট্যুরিস্টদের কাছে স্কি রিসোর্ট ও এর হোটেলগুলো খুবই জনপ্রিয়।

দমকল কর্মীদের ভাষ্যমতে, পাহাড়ি এলাকায় হোটেলের অবস্থান আগুন নিয়ন্ত্রণের প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করেছে।

এছাড়া অগ্নিকাণ্ডের সময় ভেতরের অন্যান্য তলার প্রত্যক্ষদর্শীরা জানান, তারা আগুনের গন্ধ পাচ্ছিলেন ও উপর থেকে চিৎকার চেচামেচির আওয়াজ শুনছিলেন কিন্তু ফায়ার এলার্ম বাজছিলো না। ২জনকে উপর থেকে চিৎকার করতে করতে নীচে লাফিয়ে পড়তেও দেখেন তারা, যাদের তৎক্ষনাৎ মৃত্যু হয়।

প্রাদেশিক গভর্নর আব্দুল আজিজ আয়দিন বলেন, অগ্নিকাণ্ডের সময় ২৩৪ জন অতিথি ১১ তলা বিশিষ্ট হোটেলটিতে অবস্থান করছিলেন। এর ৪র্থ তলায় রেস্টুরেন্ট ছিলো। তবে কোন তলায় আগুনের সূত্রপাত হয়েছে তা এখনো আমরা নিশ্চিত হতে পারিনি। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা মতে, হোটেলের উপরের দিকে তারা সর্বপ্রথম আগুন দেখতে পান।

সূত্র: আল জাজিরা

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img