পৃথিবীর আকাশে ৫দিন এক সারিতে দেখা যাবে সৌরজগতের ৬টি গ্রহ।
সোমবার (২০ জানুয়ারি) মহাকাশ গবেষণা সংস্থা ও ম্যাগাজিন স্টার ওয়াকে এবিষয়ে একটি প্রবন্ধ প্রকাশিত হয়।
এতে বলা হয়, ২০২৫ এর ২১ জানুয়ারি থেকে পৃথিবীর আকাশে এক সারিতে দেখা যাবে সৌরজগতের মঙ্গল, বৃহস্পতি, ইউরেনাস, নেপচুন, শুক্র ও শনি নামের ৬টি গ্রহ। সূর্যাস্তের ঘন্টাখানেকের মধ্যে দক্ষিণ-পশ্চিম আকাশে গ্রহগুলো এক সারিতে দৃশ্যমান হবে। আকাশ পরিচ্ছন্ন থাকলে নেপচুন ও ইউরেনাস ব্যতীত খালি চোখেই গ্রহগুলোকে দেখা যাবে। নেপচুন ও ইউরেনাস দেখার জন্য প্রয়োজন হবে শক্তিশালী দূরবীন কিংবা টেলিস্কোপের।
প্রবন্ধে আরো বলা হয়, এক সারিতে আসার অর্থ এই নয় যে, গ্রহগুলোর অবস্থান হবে সমান ও সমান্তরাল, বরং এক সারিতে থাকলেও তাদের অবস্থান হবে অসমান্তরাল।
এছাড়া ৬টি গ্রহের এক সারিতে আসা কিংবা দৃশ্যমান হওয়া বিরল কোনো ঘটনা নয়। প্রতিবছরের এই সময়টায় গ্রহগুলো এক সারিতে এসে পৌঁছায় এবং ২১ জানুয়ারি থেকে কয়েক দিনের জন্য পৃথিবীর আকাশে দৃশ্যমান হয়। তবে ৭টি গ্রহের এক সারিতে আসা কিছুটা বিরল। যা আগামী ২৮ জানুয়ারিতে ঘটতে যাচ্ছে।