মঙ্গলবার, জানুয়ারি ২১, ২০২৫

শহীদ খলিল হক্কানীর শরণার্থী মন্ত্রী পদে নিযুক্ত হলেন মাওলানা আব্দুল কবির

সম্প্রতি শাহাদাত বরণ করা আফগানিস্তানের হক্কানী নেটওয়ার্কের প্রধান নেতা ও ইমারাতে ইসলামিয়া সরকারের শরণার্থী মন্ত্রী আলহাজ্ব খলিললুর রহমান হক্কানীর মন্ত্রী পদে নিযুক্ত হয়েছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী (রাজনৈতিক) মাওলানা আব্দুল কবির।

শনিবার (১৮ জানুয়ারি) এক পরিচিতি সভার মধ্যদিয়ে আনুষ্ঠানিকভাবে শরণার্থী মন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন তিনি।

সভায় সকলকে দেশটির সর্বোচ্চ প্রধান বা আমিরুল মুমিনীন কর্তৃক মাওলানা আব্দুল কবিরকে শরণার্থী মন্ত্রী পদে নিযুক্তির ফরমানটি পুনরায় পড়ে শুনানো হয়। এসময় আমর-নাহী বা সৎ ও মন্দ কাজের আদেশ-নিষেধ বিষয়ক মন্ত্রী শায়েখ মুহাম্মদ খালেদ হানাফি, জনপ্রশাসন বিভাগের প্রধান শায়েখ নুরুল হক আনওয়ার সহ শরণার্থী মন্ত্রণালয় ও অন্যান্য বিভাগের প্রধান ও সহকারী প্রধানগণ উপস্থিত ছিলেন।

জনপ্রশাসন বিভাগের প্রধান শায়েখ নুরুল হক আনওয়ার বলেন, ইমারাতে ইসলামিয়া সরকারের নেতা ও কর্মকর্তাদের প্রধান দায়িত্ব হলো, জনগণের সেবা করা ও শরীয়াহ আইনকে সমুন্নত রাখা।

এছাড়া আফগানিস্তান ও ইমারাতে ইসলামিয়ার জন্য মাওলানা আব্দুল কবিরের অসম ত্যাগ ও সেবার কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, তার সক্ষমতা ও অর্জিত অভিজ্ঞতা মন্ত্রণালয়ের কর্মকাণ্ডে ইতিবাচক প্রভাব ফেলবে বলে বিশ্বাস করি।

অপরদিকে আমর-নাহী বা সৎ ও মন্দ কাজের আদেশ-নিষেধ বিষয়ক মন্ত্রী শায়েখ মুহাম্মদ খালেদ হানাফি আনুগত্যকে ধার্মিকতার পরিচায়ক ও ইসলামি ইমারাতের মৌলিক নীতি বলে উল্লেখ করেন। ইমারাতের বিভিন্ন সেক্টরে মাওলানা আব্দুল কবিরের অবদান ও প্রচেষ্টার সফলতার প্রশংসা করেন।

ইতোপূর্বে আফগান ইমারাত সরকারের প্রধানমন্ত্রী (রাজনৈতিক) এর দায়িত্ব পালন মাওলানা আব্দুল কবির শহীদ খলিলুর রহমান হক্কানীর মতো বড় ব্যক্তিত্বের মন্ত্রী পদের জন্য উপযুক্ত বিবেচিত হওয়ায় মহান আল্লাহর শুকরিয়া আদায় ও উচ্ছাস প্রকাশ করেন। বলেন, অঙ্গীকার করছি শরীয়াহ শাসন ব্যবস্থা ও আফগান নাগরিকদের প্রতি সেবার যে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে তা নিষ্ঠার সাথে পালন করার। বরং নতুন ভূমিকায় সেবার পরিধি আরো বাড়াতে পারবো বলে বিশ্বাস করি।

উল্লেখ্য, গত ১০ জানুয়ারি আফগানের আমিরুল মুমিনীন শায়েখ হেবাতুল্লাহ আখুন্দজাদা এক শাহী ফরমানে দেশটির সাবেক প্রধানমন্ত্রী (রাজনৈতিক) মাওলানা আব্দুল কবিরকে শরণার্থী মন্ত্রী নিযুক্ত করেন। নিয়োগের সপ্তাহ খানেক পর গত ১৮ জুলাই শনিবার আনুষ্ঠানিকভাবে মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করেন।

সূত্র: আল ইমারাহ

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img