সোমবার, জানুয়ারি ২০, ২০২৫

তুরস্কের ভূমিকা ছাড়া গাজ্জায় যুদ্ধবিরতি সম্ভব হতো না : হামাস

তুরস্কের ভূমিকা ছাড়া গাজ্জায় যুদ্ধবিরতি সম্ভব হতো না বলে জানিয়েছেন, ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক ব্যুরোর সিনিয়র নেতা মোহাম্মদ নাজ্জাল।

তিনি বলেন, তুরস্কের অবদান ছাড়া এই চুক্তি সম্ভব হতো না।

রোববার (১৯ জানুয়ারি) গাজ্জায় যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পর সোমবার এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

বিবৃতিতে গাজ্জায় যুদ্ধবিরতির আলোচনা প্রক্রিয়ায় মধ্যস্থতাকারীদের কথা উল্লেখ করে মোহাম্মদ নাজ্জাল বলেন, তুরস্কের ভূমিকা ছিল বেশ গুরুত্বপূর্ণ, যা সরাসরি আলোচনার টেবিলে না থাকলেও প্রক্রিয়াটি পর্যবেক্ষণ করেছে এবং এর ওপর প্রভাব বিস্তার করেছে।

হামাসের এই সিনিয়র কর্মকর্তার বিবৃতিতে গাজ্জার ভবিষ্যৎ এবং ফিলিস্তিনের রাজনীতির ক্ষেত্রে আলোচনার গুরুত্ব এবং গাজ্জার পুনর্গঠনের ওপর জোর দিয়েছেন এবং এই লক্ষ্যে বিভিন্ন পক্ষের সঙ্গে সমন্বয়ের কথা জানান।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img