সোমবার, জানুয়ারি ২০, ২০২৫

ইসরাইল চুক্তি লঙ্ঘন করলে কঠোর জবাব দেওয়া হবে : হামাস নেতার হুশিয়ারি

ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক ব্যুরোর সিনিয়র নেতা মোহাম্মদ নাজ্জাল বলেছেন, ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল যদি যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করে, সেক্ষেত্রে হামাসও বসে থাকবে না, জবাব দেওয়ার জন্য হামাস সদা প্রস্তুত আছে। আমরা যুদ্ধবিরতিতে প্রতিশ্রুতিবদ্ধ। তবে নেতানিয়াহু যদি তা লঙ্ঘন করেন, আমরা যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত।

সোমবার (২০ জানুয়ারি) এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

মোহাম্মদ নাজ্জাল বলেন, ইসরাইল দীর্ঘ ১৫ মাস গাজ্জায় সামরিক আগ্রাসন চালিয়ে তাদের লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েই আলোচনার মাধ্যমে সমঝোতার পথ বেছে নিতে বাধ্য হয়েছে।

গাজ্জার ফিলাডেলফি করিডোরে নেতানিয়হুর ইসরাইলি বাহিনীর উপস্থিতি বাড়ানোর ঘোষণকে তিনি ব্যর্থতা ঢাকার চেষ্টা’ হিসেবে উল্লেখ করেন এবং ইসরাইলি সেনাদের গাজা থেকে পুরোপুরি সরিয়ে নেওয়াই হামাসের লক্ষ্য বলে জানান।

উল্লেখ্য, ইসরাইল এই যুদ্ধে তিনটি মূল লক্ষ্য নির্ধারণ করেছিল। সেগুলো হলো- জিম্মিদের মুক্তি, হামাসের প্রতিরোধ ক্ষমতাকে গুড়িয়ে দেওয়া এবং গাজা পুরোপুরি দখল করা।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img