দীর্ঘ ১৫ মাস পর গাজ্জায় যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। চুক্তির প্রথম পর্যায়ে বন্দি বিনিময় চুক্তির অধীনে প্রথম দিনে ৯০ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল। এই বন্দিদের মধ্যে বেশিভাগই নারী ও শিশু।
তাদের মুক্তির পর ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস জানিয়েছে, মুক্তিপ্রাপ্ত ফিলিস্তিনি বন্দিদের শারীরিক অবস্থা ইসরাইলের বর্বরতা ও নিষ্ঠুরতার ভয়াবহ চিত্র প্রদর্শন করে।
সোমবার (২০ জানুয়ারি) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে হামাস।
বিবৃতিতে হামাস জানায়, ইসরাইলি তিন নারী বন্দির চিত্র দেখিয়েছে যে, তারা শারীরিক ও মানসিকভাবে সুস্থ ছিলেন। বিপরীতে, আমাদের বন্দিদের চেহারায় ও দৈহিক ভাষায় অবসাদ ও ক্লান্তির স্পষ্ট চিহ্ন ছিল।
বিবৃতিতে হামাস আরও জানায়, আর এটাই হামাসের মূল্যবোধ ও নীতির সঙ্গে দখলদারিত্বের বর্বরতা ও ফ্যাসিবাদের মধ্যে ব্যাপক পার্থক্য স্পষ্টভাবে ফুটিয়ে তুলেছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিও ফুটেজে দেখা গেছে, মুক্তিপ্রাপ্ত ইসরাইলি বন্দিরা পরিচ্ছন্ন পোশাক পরা অবস্থায় উপহারের ব্যাগ হাতে নিয়ে ফিরে যাচ্ছে। অন্যদিকে ইসরাইলি কারাগার থেকে মুক্তি পাওয়া ফিলিস্তিনি নারীদের হাতে মুখে নির্যাতন ও নিপীড়নের চিহ্ন স্পষ্ট।
হামাস বলে, আমাদের বন্দিদের মুক্তির প্রথম ধাপ উদযাপন করতে আমরা আমাদের জনগণ, আমাদের জাতি এবং বিশ্বজুড়ে স্বাধীনতাপ্রেমীদের অভিনন্দন জানাই। জনগণের বিজয় চিহ্ন দেখানোর দৃশ্য আমাদের প্রতিরোধের প্রতি অটল সমর্থন ও তাদের হৃদয়ে এর গভীর শিকড়ের প্রতিফলন ঘটায়।