দীর্ঘ আলোচনা পর ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস ও ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল মধ্যে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে মুক্তি পেয়েছেন তিন ইসরাইলি নারী। যারা অবরুদ্ধ গাজা উপত্যকায় বন্দি ছিলেন। মুক্তির সময় বন্দীদের হাতে তুলে দেয় হামাস। এই উপহারের ব্যাগে ছিল গাজ্জা উপত্যকার একটি মানচিত্র, বন্দি অবস্থায় তাদের তোলা ছবি এবং একটি সনদ, যেখানে বড় করে লেখা ছিল ‘মুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে’।
সোমবার (২০ জানুয়ারি) ইসরাইলি গণমাধ্যম জেরুজালেম পোস্ট এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
মুক্তি পাওয়া তিন নারীর নাম এমিলি ডামারি, রোমি গোনেন ও ডোরন স্টাইনব্রেগার।
হামাস তাদের হাতে ‘উপহারের ব্যাগ’ তুলে দেওয়ার আগে একটি অনুষ্ঠান আয়োজন করে, যেখানে তাদের হাসিমুখে ছবি তোলা হয়। সনদে আন্তর্জাতিক সংগঠন রেড ক্রসের সদস্যরা স্বাক্ষর করেন এবং পরবর্তীতে, যুদ্ধবিরতি চুক্তির শর্তানুসারে, জিম্মিদের রেড ক্রসের হাতে তুলে দেওয়া হয়।
হামাসের এমন পদক্ষেপের প্রশংসা অনেকে। উপহার দেওয়া ও ছবি তোলার ঘটনা নিয়ে একটি ভিডিও প্রকাশ করেছে হামাসের সশস্ত্র অঙ্গ সংগঠন এজেদ্দিন আল-কাসাম ব্রিগেড।