গাজ্জায় এক নারী বন্দী মুক্তির নির্ধারিত স্থানে হামলা চালিয়েছে আমেরিকা ও ইউরোপের প্রত্যক্ষ মদদে গাজ্জায় গণহত্যা চালিয়ে যাওয়া ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) এক বিবৃতিতে একথা জানান কাসসাম মুখপাত্র কমান্ডার আবু উবায়দা।
তিনি বলেন, সম্পাদিত যুদ্ধবিরতির আওতায় ১ম দফায় মুক্তি পেতে যাওয়া এক নারী বন্দী মুক্তির নির্ধারিত স্থানে হামলা চালিয়েছে জায়োনিস্ট ইসরাইল।
এছাড়া সতর্ক করে দিয়ে বলেন, এই পর্যায়ে এসে ইসরাইলের যেকোনো ধরণের আগ্রাসন বা বোমাবাজি বন্দীদের সম্ভাব্য মুক্তি ও স্বাধীনতাকে ট্রাজেডিতে পরিণত করতে পারে।
সংবাদমাধ্যমের তথ্যমতে, বিশেষত, কাতারের মধ্যস্থতায় ফিলিস্তিন স্বাধীনতাকামী ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের শর্ত মেনে বুধবার (১৫ জানুয়ারি) চূড়ান্ত যুদ্ধবিরতির রূপরেখায় সম্মত হয় বর্বর ও অবৈধ রাষ্ট্র ইসরাইল। যা অস্থায়ী যুদ্ধবিরতি সহ একাধিক ধাপ নিয়ে গঠিত। আগামী রবিবার (১৯ জানুয়ারি) থেকে চুক্তিটি কার্যকর হওয়ার কথা রয়েছে।
তবে চূড়ান্ত রূপরেখার কিছু বিষয় এখনো অমীমাংসিত রয়ে গিয়েছে, যা মন্ত্রী সভায় আজ ভোটাভুটির পর নিশ্চিত করবে বলে জানায় অবৈধ রাষ্ট্রটির কর্তাব্যক্তিরা।
সূত্র: আল জাজিরা