শুক্রবার, জানুয়ারি ১৭, ২০২৫

ভারতীয়দের ভিসা প্রদানে কড়াকড়ি আরোপ করেছে সৌদি

ভারতীয় শ্রমিকদের জন্য ভিসা প্রক্রিয়ায় কড়াকড়ি আরোপ করেছে সৌদি আরব। দেশটিতে কাজ করতে যেতে ইচ্ছুক ভারতীয়রা এখন থেকে পেশা ও শিক্ষাগত যোগ্যতা প্রমাণে প্রাক-যাচাইয়ের মধ্য দিয়ে যেতে হবে।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) থেকেই এই নতুন নিয়ম কার্যকর হয়েছে।

জানা গেছে, ভারতীয়দের সংখ্যা কমাতে চায় সৌদি সরকার। কারণ পর্যাপ্ত প্রশিক্ষণের অভাবে ভারত থেকে যেসব কর্মী যায়, তারা আশানুরূপ প্রশিক্ষিত থাকেন না।

সৌদিতে অবস্থিত ভারতীয় মিশনের বরাতে সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, কাজের ভিসার ক্ষেত্রে পেশা যাচাইয়ের বিষয়টি অত্যাবশ্যকীয় করা হয়েছে। অর্থাৎ ভিসা পাওয়ার আগে তাদের পেশাগত দক্ষতার প্রমাণ দিতে হবে।

ভিশন-২০৩০ অনুযায়ী সৌদি তাদের দেশে দক্ষ কর্মী নিয়ে যেতে চায়। এছাড়া নিয়োগের বিষয়টিও উন্নীত করা লক্ষ্য তাদের। যেন ভালো এবং দক্ষরা দেশটিতে কাজ করতে আসার আগ্রহ দেখায়।

সূত্র : এনডিটিভি

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img