ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল কর্তৃক দখলকৃত গোলান মালভূমিতে জাতিসংঘ প্রতিষ্ঠিত বাফার জোনে সংস্থাটির শান্তিরক্ষী বাহিনীকে সিরিয়া স্বাগত জানাবে বলে জানিয়েছেন দেশটির বিপ্লবী সরকার প্রধান আহমদ শর’আ বা আবু মুহাম্মদ জুলানী।
তিনি বলেন, ইসরাইলের দখলে থাকা জাতিসংঘ প্রতিষ্ঠিত বাফার জোনে শান্তিরক্ষী বাহিনীকে স্বাগত জানাতে প্রস্তুত রয়েছে সিরিয়া।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সংবাদমাধ্যমকে তিনি একথা জানান।
আহমদ শর’আ আরো বলেন, ইরানী মিলিশিয়া ও হিজবুল্লাহর উপস্থিতি ইসরাইলকে এখানে আগ্রাসনে টেনে এনেছে। দামেশকের নতুন স্বাধীনতা অর্জনের পর অত্র অঞ্চলে তাদের (ইরানী মিলিশিয়া ও হিজবুল্লাহ) বিন্দুমাত্র উপস্থিতি নেই বলে আমি বিশ্বাস করি। অথচ ইসরাইল এখনো পুরোনো অজুহাতে সিরিয়া ভূখণ্ডে অগ্রসরমান এবং বাফার জোন ব্যবহার করে যাচ্ছে!
সংবাদমাধ্যমের তথ্যমতে, আহমদ শর’আর নেতৃত্বাধীন বাহিনী কর্তৃক সুন্নী মুসলিম গণহত্যার খলনায়ক বাশার আল আসাদ ও সিরিয়ায় ইরানের শিয়া আধিপত্যবাদ বিরোধী অভিযান যখন চূড়ান্ত সফলতার দ্বারপ্রান্তে, তখন গোলান মালভূমির বাফার জোনে ইসরাইলী বাহিনীকে অগ্রসরের আদেশ দেয় অবৈধ রাষ্ট্র ইসরাইলের কুখ্যাত খুনী ও সন্ত্রাসী প্রধানমন্ত্রী নেতানিয়াহু। বাশার আল আসাদ রাশিয়া পালিয়ে যাওয়ার পর ধ্বংস করে দেয় সিরিয়ার আকাশ ও নৌ সামরিক সরঞ্জাম ও স্থাপনা।
সূত্র: আল জাজিরা