শুক্রবার, জানুয়ারি ১৭, ২০২৫

হাজার কোটি টাকার তেল-চিনি-ডাল কেনার সিদ্ধান্ত

নতুন করে ভারত-পাকিস্তান দুই দেশ থেকে ১ লাখ টন চাল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এরমধ্যে পাকিস্তান থেকেই জিটুজি ভিত্তিতে ৫০ হাজার টন আতপ চাল ও ভারত থেকে ৫০ হাজার টন বাসমতি চাল কেনা হবে।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সচিবালয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে এক লাখ টন চাল কেনার অনুমোদন দেওয়া হয়। এ বৈঠকে মোট ১৩টি ক্রয় প্রস্তাব অনুমোদন পায়।

অনুমোদিত ১৩টি ক্রয় প্রস্তাবের মধ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ১টি, খাদ্য মন্ত্রণালয়ের ২টি, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের ২টি, বাণিজ্য মন্ত্রণালয়ের ৬টি ও কৃষি মন্ত্রণালয়ের ২টি।

সভায় পাকিস্তান থেকে সরকার থেকে সরকার (জিটুজি) পর্যায়ে ৫০ হাজার টন আতপ চাল আমদানির প্রস্তাব করে খাদ্য অধিদপ্তর। প্রতি টন ৪৯৯ ডলারে সুপারিশকৃত দরদাতা ছিল ট্রেডিং করপোরেশন অব পাকিস্তান (টিসিপি)। ৫০ হাজার টন চালের আমদানি খরচ ৩০৪ কোটি ৩৯ লাখ টাকা।

খাদ্য অধিদপ্তরের আরেকটি ক্রয় প্রস্তাব ছিল চলতি অর্থবছরের জন্য ৫০ হাজার টন বাসমতি চাল ক্রয়। প্রতি টন ৪৫৪ ডলারে এ ক্রয় প্রস্তাবে সুপারিশকৃত দরদাতা ভারতীয় প্রতিষ্ঠান গুরুদেয় এক্সপোর্ট করপোরেশন। এক্ষেত্রে ২৭৭ কোটি টাকার ক্রয় প্রস্তাবটি অনুমোদন পায় ক্রয় কমিটির সভায়।

জ্বালানির দুটি ক্রয় প্রস্তাবের একটি হলো আরব আমিরাতের ওকিউ ট্রেডিং লিমিটেডের কাছ থেকে ১ কার্গো এলএনজি ক্রয়। ৬৯২ কোটি ৭৯ লাখ টাকার এ ক্রয় প্রস্তাবটিও অনুমোদন পায়।

এছাড়া সিঙ্গাপুরের ভিটল এশিয়ার কাছ থেকে ১ কার্গো এলএনজি কেনার ৬৬৩ কোটি টাকার ক্রয় প্রস্তাবটিও অনুমোদন পায় সভায়।

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ফ্যামিলি কার্ডধারী প্রায় এক কোটি নিম্ন আয়ের পরিবারের কাছে ভর্তুকি মূল্যে বিক্রির লক্ষ্যে ১০ হাজার টন মসুর ডাল, ৫ কোটি ৫০ লাখ লিটার ভোজ্যতেল এবং ১৫ হাজার টন চিনি কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে ব্যয় হবে ১ হাজার ১৯৭ কোটি ৫৪ লাখ টাকা।

এ মসুর ডাল, ভোজ্যতেল এবং চিনি কেনার অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি।

জানা যায়, পৃথক তিন স্থানীয় দরপত্রের মাধ্যমে ৫ কোটি ৫০ লাখ লিটার ভোজ্যতেল কিনতে সরকারের ব্যয় হবে ৯২৫ কোটি ৪৩ লাখ টাকা। এর মধ্যে সোনারগাঁও সিডস ক্রাশিং মিলস লিমিটেড থেকে প্রতি লিটার ১৭১ টাকা ৯৫ পয়সা দরে ২ কোটি ২০ লাখ লিটার সয়াবিন তেল কেনা হবে। এতে মোট ব্যয় হবে ৩৭৮ কোটি ২৯ লাখ টাকা।

এছাড়া সুপার অয়েল রিফাইনারি লিমিটেড থেকে প্রতি লিটার ১৭১ টাকা ৫০ পয়সা দরে এক কোটি ১০ লাখ লিটার সয়াবিন তেল এবং শবনম ভেজিটেবল অয়েল লিমিটেড থেকে প্রতি লিটার ১৬২ টাকা ৯৫ পয়সা করে ২ কোটি ২০ লাখ লিটার পাম অয়েল কেনা হবে। অর্থাৎ সুপার অয়েল রিফাইনারি লিমিটেড থেকে ১৮৮ কোটি ৬৫ লাখ টাকার সয়াবিন তেল এবং শবনম ভেজিটেবল অয়েল থেকে ৩৫৮ কোটি ৪৯ লাখ টাকার পাম অয়েল কেনা হবে।

এছাড়া দুটি স্থানীয় দরপত্রের মাধ্যমে ১৫ হাজার টন চিনি কিনতে ব্যয় হবে ১৭৪ কোটি ২০ লাখ টাকা। এর মধ্যে মেঘনা সুগার রিফাইনারি লিমিটেড থেকে প্রতি কেজি ১১৫ টাকা ২৫ পয়সা দরে ১০ হাজার টন চিনি কেনা হবে। এতে মোট ব্যয় হবে ১১৫ কোটি ২৫ লাখ টাকা।

বাকি ৫ হাজার টন চিনি কেনা হবে সিটি সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেড থেকে। এ প্রতিষ্ঠানটি প্রতি কেজি চিনি ১১৭ টাকা ৯০ পয়সা দরে সরবরাহ করবে। ফলে এ ৫ হাজার টন চিনির জন্য ব্যয় হবে ৫৮ কোটি ৯৫ লাখ টাকা।

টিসিবির ২০২৪-২৫ অর্থবছরে বার্ষিক ক্রয় পরিকল্পনায় এক লাখ ৪৪ হাজার টন চিনি কেনার লক্ষ্যমাত্রা রয়েছে। এ পর্যন্ত ২০ হাজার টন চিনি কেনার চুক্তি হয়েছে। এখন আরও ১৫ হাজার টন চিনি কেনার অনুমোদন মিললো।

নতুন করে আরও ১০ হাজার টন মসুর ডাল স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে কেনার পরিকল্পনা নেওয়া হয়। তার আলোকে গত ৯ ডিসেম্বর উন্মুক্ত দরপত্র আহ্বান করা হয়। দরপত্র দাখিলের শেষ সময় ছিল ২৩ ডিসেম্বর পর্যন্ত এবং বৈধতার মেয়াদ ধরা হয় চলতি বছরের ৩১ জানুয়ারি পর্যন্ত।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img