সোমবার, জানুয়ারি ১৩, ২০২৫

আশা করি আগামী ২ বছরের মধ্যেই বাস্তুচ্যুত দেড় মিলিয়ন সিরিয়ান নিজ দেশে ফিরবে: জুলানি

আশা করছি আগামী দুই বছরের মধ্যেই বাস্তুচ্যুত দেড় মিলিয়ন সিরিয়ান নিজ দেশে ফিরবে: জুলানি

স্বৈরশাসক বাশার আল-আসাদের দুঃশাসনের কারণে গত ১৩ বছরে প্রায় ১৫ লাখের বেশি সিরিয়ান নাগরিক তাদের নিজ দেশ ছেড়ে যেতে বাধ্য হয়েছেন। তারা আশ্রয় নিয়েছেন পার্শ্ববর্তী তুরস্কসহ ইউরোপের বিভিন্ন দেশে। সিরিয়ার অন্তর্বর্তীকালীন সরকার আশা প্রকাশ করেছে যে, আগামী দুই বছরের মধ্যেই এসব বাস্তুচ্যুত নাগরিক নিজ দেশে ফিরে আসবে।

রবিবার (১২ জানুয়ারি) দুবাইভিত্তিক একটি ইউটিউব ডকুমেন্টারি চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন দেশটির নেতা আবু মুহাম্মাদ আল-জুলানি।

তিনি বলেন, “আমি জোর দিয়ে বলতে চাই, আগামী দুই বছরের মধ্যে দেড় মিলিয়ন সিরিয়ান নাগরিক নিজ দেশে ফিরে আসবে।”

জুলানি আরও জানান, সিরিয়ায় ৬১ বছর ধরে চলা বাথ পার্টির শাসনের অবসানের পর থেকে যারা দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন, তারা ইতোমধ্যে নিজ দেশে ফিরতে শুরু করেছেন।

সাক্ষাৎকারে পালিয়ে যাওয়া আসাদ প্রশাসনের তীব্র সমালোচনা করে তিনি বলেন, “পূর্ববর্তী সরকার রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে জনগণের ওপর দমন-পীড়নের কাজে ব্যবহার করত। তবে সিরিয়ার পুনর্গঠন ও উন্নয়নের জন্য আমরা ন্যায়বিচারকে প্রাধান্য দেব।”

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img