মঙ্গলবার, জানুয়ারি ১৪, ২০২৫

আফগানিস্তানের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক গড়ে তুলতে চায় বেলারুশ

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক গড়তে চায় পূর্ব ইউরোপের দেশ বেলারুশ।

রবিবার আফগানিস্তানের ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী শের মুহাম্মাদ আব্বাস স্তনিকজাইয়ের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে এমনটিই জানিয়েছেন বেলারুশের ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী লুকা শেভিচ।

বৈঠকে শেভিচ জানিয়েছেন, “আফগানিস্তানের সাথে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার জন্য একটি মজবুত ভিত্তি স্থাপনের ইতিবাচক উদ্দেশ্য রয়েছে বেলারুশের।”

বিশ্লেষকরা বলছেন, বেলারুশের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক গড়ে তুলতে পারলে তা আফগানিস্তানের জন্যই লাভজনক হবে। কারণ, রাশিয়ার দ্বারা ব্যাপকভাবে প্রভাবিত বেলারুশ। আর মস্কো থেকে সবুজ সংকেত পেলেই আফগানিস্তানের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করতে রাজি হবে বেলারুশ।

বৈঠকে, কাবুল ও মিন্সকের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক স্থাপনের লক্ষ্যে একটি কারিগরি দল গঠন করে আলোচনার প্রক্রিয়া এগিয়ে নেওয়ার বিষয়ে উভয়পক্ষ সম্মত হয়েছে।

উল্লেখ্য, গতকাল কাবুলে আফগান স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের সরবরাহ বিভাগের প্রধানের সাথে বৈঠক করেছেন বেলারুশের ডেপুটি স্বরাষ্ট্রমন্ত্রী। বৈঠকে, আফগানিস্তানের নিরাপত্তা, মাদকের বিরুদ্ধে লড়াই ও দুই দেশের মধ্যকার বন্ধুত্ব মূলক কূটনৈতিক সম্পর্ক এগিয়ে নেওয়ার বিষয়ে কথা বলেছেন উভয়েই।

সূত্র: তোলো নিউজ

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img