কওমি মাদরাসা শিক্ষাবোর্ড ‘বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ’ (বেফাক) থেকে আওয়ামী দোসরদের অপসারণ ও দাওরায়ে হাদীসের (মাস্টার্স) সনদের কার্যকরী বাস্তবায়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ ডিসেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে সম্মিলিত কওমি মাদরাসা ফোরামের ‘সচেতন কওমি ছাত্রসমাজ’ এ মানববন্ধনের আয়োজন করে। এ সময় শিক্ষার্থীরা দাবি পূরণে বেফাককে আগামী ৭২ ঘন্টার আল্টিমেটাম দেয়।
মানববন্ধনে স্মারকলিপি পাঠ ও কর্মসূচি ঘোষণা করেন ত্বহা মাহমুদ। এ সময় উপস্থিত ছিলেন, শরীফ মুহাম্মাদ সিয়াম, কাজী মাজহারুল ইসলাম, মাহাদী হাসান, মাহবুবুর রহমান, আবুল হাসানাত, তানভীর আহমাদ, ফাহিম আল আশরাফ, আব্দুল্লাহ হামিনী, মুজাহিদুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে দলমত নির্বিশেষে ছাত্র-জনতার রক্তের বিনিময়ে ফ্যাসিস্ট হাসিনার পতন হয়েছে। আন্দোলনে শতাধিক মাদরাসাশিক্ষার্থী ও আলেম শহীদ হয়েছেন। তবে আমরা অত্যন্ত পরিতাপের সাথে লক্ষ্য করছি, ফ্যাসিস্ট হাসিনার পতন হলেও তার দোসররা বিভিন্ন জায়গায় স্বপদে বহাল রয়েছে। গণ-অভ্যুত্থান পরবর্তী সময়ে সর্বমহলে দেশ সংস্কারের গণদাবি উঠেছে। যার ফলশ্রুতিতে ফ্যাসিস্ট হাসিনার দোসরদের চিহ্নিত করে তাদেরকে নিজ নিজ প্রতিষ্ঠানের পদ-পদবী থেকে অব্যহতি দেওয়া হচ্ছে। অভিযোগ অনুযায়ী আইনের আওতায় এনে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
বক্তারা আরও বলেন, বাংলাদেশে কওমি মাদরাসার শিক্ষার্থীরা গণ-অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এর আগেও আমরা ফ্যাসিস্ট রেজিমের বিরুদ্ধে লড়াই করে রাজপথে অকাতরে জীবন দিয়েছি, রক্ত ঝরিয়েছি। দীর্ঘ ত্যাগের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে আমরা কওমি শিক্ষার্থীরা নিজেদের অধিকার আদায়ের জন্য আজ দাঁড়িয়েছি। আমরা সম্মিলিত কওমি মাদরাসাসমূহের শিক্ষার্থীরা দুই দফা দাবিতে এই মানববন্ধন কর্মসূচি পালন করছি।
এক. ৫ই আগস্ট পরবর্তী চারমাস অতিবাহিত হলেও শিক্ষাবোর্ড বেফাককে ফ্যাসিবাদের দোসরমুক্ত করা হয়নি। বেফাকের প্রতি আমাদের দাবি, ৭২ ঘণ্টার মধ্যে মাওলানা উবায়দুর রহমান খান নদভী, ফয়জুল্লাহ ও আনাস মাদানীসহ ফ্যাসিস্টের সকল দোসরদের অপসারণ করতে হবে। জরুরী বৈঠক ডেকে বেফাক ও হাইয়াতুল উলয়ার সকল দায়িত্ব থেকে তাদের অব্যাহতি প্রদান করতে হবে।
দুই. দাওরায়ে হাদীসের (মাস্টার্স) সনদের কার্যকরী বাস্তবায়নের পদক্ষেপ নিতে হবে। অতিসত্ত্বর দেশের নানা শিক্ষাবিদ ও কওমি মাদরাসাশিক্ষার্থী প্রতিনিধিদের সাথে আলোচনার মাধ্যমে সনদের কার্যকারিতা নিশ্চিতকরণে বেফাককে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করতে হবে।
অন্যথায় আমরা পরবর্তীতে আরও কঠোর কর্মসূচী ঘোষণা করতে বাধ্য হবো।