বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬, ২০২৪

যুদ্ধবাজ হাফতারের কবল থেকে ত্রিপোলিকে মুক্ত করার পর বিজয় মিছিল

ইনসাফ টোয়েন্টিফোর ডটকম | সোহেল আহম্মেদ


লিবিয়ার রাজধানী ত্রিপোলিকে যুদ্ধবাজ খলিফা হাফতারের মিলিশিয়া থেকে সম্পূর্ণ মুক্ত করার পর বিজয় মিছিল করেছে লিবিয়ানরা।

বৃহস্পতিবার (৪ জুন) গভীর রাতে ত্রিপোলির শহীদ স্কোয়ারে শহরের বাসিন্দারা জড়ো হয়ে এ বিজয় মিছিল করে। এসময় তারা লিবিয়ার পতাকা ও বিজয়ের ব্যানার ধারণ করছিলেন। তারা “শহীদের রক্ত ​​বৃথা যায়নি” এবং হাফতারের বিরুদ্ধে অন্যান্য স্লোগান দিচ্ছিলেন। খবর আনাদোলু এজেন্সি’র।

বৃহস্পতিবার লিবিয়ার সেনাবাহিনী আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের আসন ত্রিপোলির মুক্তি সমাপ্ত করার ঘোষণা দেওয়ার পর এ বিজয় মিছিল অনুষ্ঠিত হয়।

এর আগে বুধবার হাফতারের মিলিশিয়া থেকে ত্রিপোলি আন্তর্জাতিক বিমানবন্দর পুনর্বার দখল করতে সক্ষম হয় লবিয়ার সেনাবাহিনী।
গত মার্চ মাসে লিবিয়া সরকার রাজধানীতে আক্রমণ প্রতিরোধের জন্য অপারেশন পিস স্টর্ম শুরু করার পর সম্প্রতি হাফতার বাহিনীর কবল থেকে আল-ওয়াটিয়া বিমানবন্দর এবং তারহুনা শহর সহ কৌশলগত অবস্থানগুলি পুনরায় অর্জন করেছে লিবিয়ার সেনাবাহিনী।

উল্লেখ্য, ২০১১ সালে প্রয়াত শাসক মুয়াম্মার গাদ্দাফির ক্ষমতাচ্যুত হওয়ার পরে জাতিসংঘের নেতৃত্বাধীন রাজনৈতিক চুক্তির আওতায় ২০১৫ সালে লিবিয়ার নতুন সরকার প্রতিষ্ঠিত হয়। ২০১৯ সালের এপ্রিল থেকে লিবিয়ার সরকারের সাথে হাফতার বাহিনীর সহিংসতা শুরু হয়। এই সহিংসতায় এ পর্যন্ত এক হাজারেরও বেশি লোক নিহত হয়েছে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img