বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪

বাশারের বাবা হাফিজের কবরে আগুন

সম্প্রতি সিরিয়ার ক্ষমতাচ্যুত নরপিশাচ বাশার আল-আসাদের বাবা হাফিজ আল-আসাদের কবরে আগুন দিয়েছেন দেশটির সুন্নি মুসলমান যোদ্ধারা।

বুধবার (১১ ডিসেম্বর) দেশটির পশ্চিমাঞ্চলীয় লাতাকিয়া প্রদেশের কারদাহায় অবস্থিত আসাদের বাবার কবরে আগুন দেন তারা।

বার্তা সংস্থা এএফপির ধারণ করা ভিডিও ফুটেজে দেখা যায়, কারদাহায় রক্তখেকো হাফিজের কবরে আগুন ধরিয়ে পুড়িয়ে দিচ্ছেন বিক্ষুদ্ধ সুন্নি যোদ্ধারা। এছাড়া তাদের ধরিয়ে দেওয়া আগুনে কবরস্থানের অন্যান্য স্থাপনাও পুড়ে যায়।

স্বৈরাচার আসাদের বাবা ২০১২ সালে মারা যান। তাকে লাতাকিয়ার কারদাহাতে পরিবারের পৈতৃক সমাধিতে দাফন করা হয়।

সূত্র: এএফপি।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img