খুনী শাসনের অবসান সিরিয়ায় শান্তির পথ খুলে দিয়েছে বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান।
তিনি বলেন, আসাদের খুনী শাসনের অবসান সিরিয়ায় শান্তি ও নিরাপত্তার পথ খুলে দিয়েছে।
বুধবার (১১ ডিসেম্বর) তুরস্কে আশ্রয় নেওয়া সিরিয়ান শরণার্থীদের স্বদেশ প্রত্যাবর্তন প্রসঙ্গে এক বক্তৃতায় তিনি একথা বলেন।
এরদোগান আরো বলেন, তুরস্ক দেশে যেসব সিরিয়ানদের ভাইদের স্বাগত জানিয়েছিলো তাদের স্ব-প্রণোদিত ও নিরাপদ স্বদেশ প্রত্যাবর্তন চেয়েছিলো। আমাদের দুয়ারে যারাই এসেছিলো আমরা তাদের জিজ্ঞেস করিনি তারা তুর্কি, আরব নাকি কুর্দি। যারা সাহায্য চেয়েছিলো তাদের এও জিজ্ঞেস করা হয়নি যে, তারা মুসলিম, খ্রিস্টান কিংবা ইহুদি কি না। এছাড়া তুরস্ক বিবেকের তাড়না থেকে সিরিয়া সংকটক মোকাবিলা চেষ্টা করেছে বলেও উল্লেখ করেন তিনি।
সূত্র: আল জাজিরা