খারেজীরা সর্বদাই ইসলামের বড় বড় ব্যক্তিত্বদের শহীদ করে এসেছে বলে মন্তব্য করেছেন আফগান ইমারাতে ইসলামিয়া সরকারের মুখপাত্র আনাস হক্কানী।
তিনি বলেন, ইতিহাসে খারেজীরা ইসলামের যে ক্ষতি করেছে তা আর কেউ করেনি। তারা সর্বদাই ফিতনা ও ফাসাদ সৃষ্টির পাশাপাশি ইসলামের বড় বড় ব্যক্তিত্বদের শহীদ করে এসেছে। চাচাজান খলিলুর রহমান হক্কানীও তাদের নৃশংসতায় সেই পবিত্র কাফেলায় যুক্ত হয়ে গেলেন।
বুধবার (১১ ডিসেম্বর) আপন চাচা ও আফগান মন্ত্রী খলিল হক্কানীর শাহাদাত প্রসঙ্গে এক্স বার্তায় তিনি একথা বলেন।
এক্স বার্তায় আপন চাচার শাহাদাতের কথা উল্লেখ করতে গিয়ে তিনি আরো বলেন, আমাদের শেতাঙ্গ বর্ণের পরিবার প্রধান, মহান মুজাহিদ ও শরণার্থী বিষয়ক মন্ত্রী আলহাজ্ব খলিলুর রহমান হক্কানী শাহাদাতের উচ্চ মর্যাদায় সমাসীন হয়েছেন। ইসলাম ও স্বাধীনতার জন্য বীরদর্পে দু’দুটো সাম্রাজ্যের বিরুদ্ধে জিহাদ করেছিলেন।
এই পথ বেছে নেওয়ায় তাকে অসংখ্য আঘাতে জর্জরিত হতে হয়েছে। হয়েছেন মারাত্মক আহত। যেতে হয়েছে কারাগারে। দেখেছেন পরিবার ও নিকটজনদের অগণিত শাহাদাত। বয়ে বেড়াতে হয়েছে বিয়োগ বেদনা। কিন্তু কখনোই তিনি ভেঙে পড়েননি। বরং অত্যন্ত সাহসিকতার পরিচয় দিয়েছেন। আল্লাহ প্রদত্ত দ্বীন ও স্বাধীনতার জন্য দেশের অসংখ্য ফ্রন্টে জিহাদ করেছেন। দুই সাম্রাজ্যের বিরুদ্ধে জিহাদে অংশ নিয়ে দু’বারই দেশকে স্বাধীন হতে দেখেছেন। হানাদারেরা ৫ লক্ষ ডলারের পুরস্কার ঘোষণা করেও তার বিরুদ্ধে সফল হতে পারেনি। তারা ব্যর্থ হয়েছিলো। কিন্তু যারা দৃশ্যত ইসলাম ধর্মকে অনুসরণের দাবী করে শেষমেশ তাদের হাতে তাকে শহীদ হতে হলো!
আমি ও আমাদের পরিবার শাহাদাত ও আল্লাহর রাস্তায় কুরবানির ফজিলতের ব্যাপারে অজ্ঞ নই। তার শাহাদাত আমাদের জন্য মর্যাদার। তাই মুজাহিদীন ও সহানুভূতিশীলদেরও ধৈর্য ধরার আহবান জানাচ্ছি।