বৈষম্যহীন করামুক্তি আন্দোলনের উদ্যোগে পতিত স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের আমলে দায়ের করা রাজনৈতিক এবং অরাজনৈতিক মিথ্যা মামলাসমূহ নিষ্পত্তি শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ ডিসেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে হেফাজত ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা মীর ইদ্রিস নদভীর সভাপতিত্বে ও ইনসাফ সম্পাদক সাইয়েদ মাহফুজ খন্দকারের পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভা প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী।
প্রধান অতিথির বক্তব্যে ফয়সাল মাহমুদ ফয়েজী বলেন, সবাই যখন মুক্তি পেল আমার ভাই জেলে কেন? মুন্নি সাহা গ্রেফতার হয়ে ছাড়া পায়, সাবের হোসেন চৌধুরী হত্যা মামলার আসামি হয়েও ছাড়া পায়। কিন্তু আমাদের বহু আলেমরা ফ্যাসিস্ট সরকারের আমলে শুধুমাত্র ভারত বিরোধীতার কারণে, বিচারবিহীন কারাবরণ করেছিল, তারা এখনো ছাড়া পায়নি।
তিনি বলেন, হেফাজত ইসলাম সহ রাজনৈতিক এবং অরাজনৈতিক নেতাকর্মী এখনো কারাগার থেকে মুক্তি পায়নি। তাই আমি উপদেষ্টাদেরকে বলবো, ফ্যাসিস্ট সরকারের আমলে যারা মামলা হামলা নির্যাতনের শিকার হয়ে কারাগার থেকে মুক্তি পায়নি- তাদেরকে মুক্তি দিন। নইলে হেফাজতে ইসলাম যদি শুধু ঢাকার রাস্তায় বসে থাকে, তাহলে বর্তমান উপদেষ্টাদের হাসিনার চেয়েও নির্মমভাবে পালাতে হবে।
বৈষম্যহীন কারামুক্তি আন্দোলনের নেতারা বলেন, বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে বাংলাদেশে স্বাধীনতা আসলেও অনেকেইর কারামুক্তির ব্যাপারে বৈষম্য রয়ে গেছে। আওয়ামী সরকারের আমলে যারা নির্বিচারে নির্যাতনের শিকার হয়েছিল, কারাবরণ করেছিল, তাদের অনেকেই এখনো কারাগার থেকে মুক্তি পায়নি, মামলা থেকে অব্যাহতি পায়নি। সেই বৈষম্য দূর করতে আজকে আমাদের এই আন্দোলন। সবাই যখন মুক্তি পেল আমার ভাই জেলে কেন? যেখানেই বন্দিদের উপর বৈষম্য হবে, সেখানেই বৈষম্যহীন কারামুক্তি আন্দোলন প্রতিরোধ গড়ে তুলবে।
মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন, হেফাজতের নায়েবে আমীর মাওলানা আহমদ আলী কাসেমী, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম সারোয়ার হোসেন, সিয়ান পাবলিকেশনের স্বত্বাধিকারী আহমদ রফিক, বাংলাদেশ খেলাফত আন্দোলনের (একাংশ) মহাসচিব মুফতী ফখরুল ইসলাম, হেফাজতের সহ প্রচার সম্পাদক মুফতি মোহাম্মদ শরিফুল্লাহ, ছাত্র জমিয়তের সভাপতি খালিদ সাইফুল্লাহ, ছাত্র মজলিসের সেক্রেটারি কেএম ইমরান হোসাইন, বৈষম্যহীন কারামুক্তি আন্দোলনের উপদেষ্টা মাওলানা মোঃ ইসাক খান, কেন্দ্রীয় সদস্য আতাউর রহমান বিক্রমপুরী, কেন্দ্রীয় প্রধান সমন্বয়ক মোঃ শফিকুল ইসলাম, কেন্দ্রীয় সমন্বয়ক মোহাম্মদ সাইফুল ইসলাম, বাংলাদেশ খেলাফত ছাত্র আন্দোলনের সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আশিক আল আবিদ।