ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতী ফয়জুল করীম বলেছেন, আমি ক্ষমতায় যেতে চাই না, ইসলামকে ক্ষমতায় নিতে চাই।
বুধবার (১১ ডিসেম্বর) সকালে রাজধানীতে ইসলামী আন্দলনের মজলিসে শূরার সভায় তিনি এ কথা বলেন।
ফয়জুল করীম বলেন, অতীতের ধারাবাহিকতায় ইসলামী আন্দোলন বাংলাদেশকে নীতি ও আদর্শের উপর অবিচল থাকতে হবে। আমি ক্ষমতায় যেতে চাইনা, ইসলামকে ক্ষমতায় নিতে চাই।
ইসলামী আন্দোলনের আমীর মুফতী রেজাউল করীম চরমোনাই পীরের সভাপতিত্বে সভায় ৭৭ সদস্যের কমিটি ঘোষণা করা হয়।