তুরস্কের তৈরি নতুন প্রজন্মের ক্যারিয়ার বেসড বায়রাক্তার টিবি-৩ কমব্যাট ড্রোন সফলভাবে প্রথম বার শর্ট টেক অফ আ্যন্ড ল্যান্ডিং সম্পন্ন করেছে। এর মাধ্যমে নতুন যাত্রা শুরু হল তুর্কি ড্রোনের এই নতুন সিরিজটির। বায়রাক্তার টিবি-২ কমব্যাট ড্রোনের উপর ভিত্তি করে নতুন এই ড্রোনটি তৈরি করা হয়েছে।
গত মঙ্গলবার (১৯ নভেম্বর) তুর্কি নৌবাহিনীর (ফ্ল্যাগশিপ) টিসিজি আনাদুলু লাইট এয়ারক্রাফট ক্যারিয়ার থেকে এটি সফল উড্ডয়ন করে।
নতুন সিরিজের এই কমব্যাট ড্রোনটি আকাশের অধিক উচ্চতায় ও দীর্ঘ সময় ব্যাপী উড্ডয়ন করতে সক্ষম। এর অন্যতম ফিচার হল ল্যান্ডিং এর জন্য ব্যবহৃত ডানা (উইংস) ভাজ করে রাখা যায়। ড্রোনটিতে উচ্চ ক্ষমতা সম্পন্ন তুরস্কের তৈরি লাইট ইঞ্জিন ব্যবহার করা হয়েছে।
এছাড়া আকাশের অধিক উচ্চতা থেকে নিখুঁতভাবে ভূমি ও সাগরে লুকিয়ে থাকা লক্ষ্যবস্তুকে সনাক্ত করতে সক্ষম। ড্রোনটি স্বল্পদৈর্ঘ্যের রানওয়ে থেকে টেক অফ ও ল্যান্ডিং করতে পারে।
তুরস্কের ড্রোন ম্যানুফ্যাকচারিং কোম্পানি ‘বায়কার’ জানিয়েছে, আগামী ২০২৫ সালের শুরুর দিকে ড্রোনটি চূড়ান্তভাবে সার্ভিসে আসতে পারে।
সূত্র: আনাদোলু নিউজ এজেন্সি