বৃহস্পতিবার, ডিসেম্বর ৫, ২০২৪

বাংলাদেশ নিয়ে অপপ্রচার চালিয়েও ঝাড়খন্ডে বিপুল ভোটে হারল বিজেপি

বাংলাদেশি জনগণের ইমেজ নষ্ট করে ভোটের প্রচারনা চালানো ভারতীয় জনতা পার্টির (বিজেপি) কাছে নতুন কিছু নয়। এবারো ঝাড়খণ্ডের বিধানসভা নির্বাচনের আগে এমন ঘৃণাত্মক কৌশল বেছে নিয়েছিল উগ্র হিন্দুত্ববাদী দল বিজেপি। তবে তা সত্বেও ঝাড়খণ্ডের ভরাডুবি হয়েছে উগ্রপন্থী এই দলটির।

শনিবার (২৩ নভেম্বর) ঝাড়খণ্ডের ভোট গণনা শেষে দেখা যায়, সেখানে ৮১ টি আসনের মধ্যে মাত্র ২৪টি আসন পেয়েছে কট্টরপন্থী দল বিজেপি। এর বিপরীতে ৫৬ টি আসন পেয়ে জয়লাভ করেছে ঝাড়খন্ড মুক্তি মোর্চা (জেএমএম) নেতৃত্বাধীন জোট।

ঝাড়খণ্ডের বিধানসভা নির্বাচনের আগে ‘বাংলাদেশী অনুপ্রবেশকারীদের’ নিয়ে ভিত্তিহীন তথ্য প্রচার করে ভোট ব্যাংক বাড়ানোর কৌশল নিয়েছিল বিজেপি। তবে তাদের এমন কৌশল প্রত্যাখ্যান করল জনগণ।

এদিকে, হারিয়ানার বিধানসভা নির্বাচনে ভোট চুরির অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। এমন অভিযোগ এনে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন হারিয়ানা কংগ্রেসের রাজ্য সভাপতি উদয় ভান। অভিযোগ বলা হয়েছে, ইভিএম কারচুপির মাধ্যমে ভোটের ফলাফল বদলে দিয়েছে বিজেপি। এছাড়া নির্বাচনে ধর্মকে অপব্যবহারের অভিযোগ ও জানানো হয়েছে কংগ্রেসের পক্ষ থেকে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img